খোলা বাজার২৪ বুধবার, ৭ অক্টোবর ২০১৫
‘বাংলাদেশ যখন বিশ্ব দরবারে মাথা উঁচু করে দাঁড়াচ্ছে তখন পরিকল্পিতভাবে একটি চক্র বিদেশিদের হত্যা করছে। এর মাধ্যমে চক্রটি দেশের বিরুদ্ধে হীন চক্রান্তে মেতে উঠেছে। দেশ অস্থিতিশীল করতেই বিদেশিদের হত্যা করা হচ্ছে’ বলে জনিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।’ বুধবার মিরপুর ডিফেন্স অফিসার হাউজিং সোসাইটিতে (ডিওএইচএস) শহীদ সামরিক কর্মকর্তাদের পরিবারের কাছে ফ্ল্যাট হস্তান্তর ও ‘শেখ হাসিনা কমপ্লেক্স’ এর উদ্বোধনী অনুষ্ঠানে এ মন্তব্য করেন তিনি। প্রধানমন্ত্রী বলেন, ‘পরপর ২ বিদেশি হত্যার ঘটনায় দেশ-বিদেশে তোলপাড় চলছে। দুটি হত্যাকাণ্ডের পরই ইসলামি জঙ্গি গোষ্ঠী আইএস এর দায় স্বীকার করে ই-মেইল পাঠিয়েছে। তবে সরকারের পক্ষ থেকে বারবার বলা হচ্ছে, দেশে আইএসের কোনো কার্যক্রম নেই।’ রাজধানীতে বিদেশি নাগরিক হত্যাকাণ্ডের প্রসঙ্গ তুলে ধরে শেখ হাসিনা বলেন, ‘এটা কোনো দুর্ঘটনা নয়। যখনই আমরা কোনো কিছু অর্জন করি, তখনই এ ধরনের ঘটনা ঘটানো হয়। একটি মহল পরিকল্পিতভাবে এসব ঘটিয়ে আসছে।’ প্রধানমন্ত্রী বলেন, ‘আমাদের প্রতিনিয়ত সন্ত্রাস, জঙ্গিবাদসহ নানা ধরনের ষড়যন্ত্রের বিরুদ্ধে লড়াই করতে হচ্ছে। মোকাবেলা করতে হচ্ছে। ষড়যন্ত্র মোকাবেলায় যে শক্তি ও কর্মঘণ্টা ব্যয় হয়, তা করতে না হলে আমরা বাংলাদেশকে বিশ্বের দরবারে আরও এগিয়ে নিয়ে যেতে পারতাম।