খোলা বাজার২৪ বুধবার, ৭ অক্টোবর ২০১৫
আত্মহত্যার জন্য নদীতে ঝাঁপ দিয়েছিলেন। কিন্তু, পানিতে বড় বিপদ দেখে উলটে সাহায্যের জন্য চিৎকার জুড়ে দেন। চিৎকার শুনে স্থানীয়রা এগিয়ে এলে, কোনওমতে প্রাণে রক্ষা পেলেন এক যুবক। ঘটনাটি ঘটেছে ভারতের ভদোদরার বিশ্বামিত্র নদীতে। জানা গেছে, মুকেশ নামে বছর ২৫-এর মানসিক ভারসাম্যহীন ওই যুবক মঙ্গলবার আত্মহত্যার জন্য নদীতে ঝাঁপ দেন। ভেবেছিলেন পানিতে ডুবেই আত্মহত্যা করবেন তিনি। কিন্তু, জানতেনই না যে ওই নদীটি কুমিরদের আঁতুড়ঘর বলেই সকলে জানে। পানিতে লাফ দেওয়া মাত্রই প্রায় হাফ ডজন কুমির তেড়ে আসে মুকেশের দিকে। তাই দেখে রীতিমতো পিলে চমকে ওঠে মুকেশের। ভয়ে চিৎকার জুড়ে দেন তিনি। ততক্ষণে তাঁকে ঘিরে খেলা শুরু করেছে কুমিরের দল। কিন্তু, যুবকের চিৎকার স্থানীয়রা ছুটে আসেন। শেষে ইট ছুঁড়ে কুমিরগুলিকে দূরে সরানো হয়। কুমিরদের রণে ভঙ্গ দিতে হাজির হয় দমকলও। অবশেষে দীর্ঘ চেষ্টার পর উদ্ধার করা হয় মুকেশকে। যদিও, বেশ কিছুটা চোট পেয়েছেন তিনি। তাঁকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।-সংবাদসংস্থা।