খোলা বাজার২৪ বুধবার, ৭ অক্টোবর ২০১৫
কাঁধের ইনজুরির কারণে স্পেনের ইউরো-২০১৬ এর বাছাইপর্বের দল থেকে ছিটকে পরলেন সার্জিও রামোজ। ভিসেন্তে দেল বক্সের জন্য এটি বড় ধাক্কাই বলতে হবে। কারণ এর আগেই ডিফেন্ডার কার্ভাজল ও ইনিগো মার্টিনেজ এবং মিডফিল্ডার বার্নো সুরিয়ানো গত সোমবারই ইনজুরিতে পরে দল থেকে বাদ পড়েছেন। রামোসের ইনজুরি সম্পর্কে স্প্যানিশ ওয়েবসাইটে জানানো হয়েছে, রিয়াল মাদ্রিদের সেন্টার ব্যাক সার্জিও রামোস দল থেকে বাদ পরেছেন। তারই রিয়ালের টিমমেট নাচো (ইগানিকো ফার্নান্দেজ) পরিবর্তিত হিসেবে দলে অন্তর্ভুক্ত হয়েছেন। ইউরো বাছাইয়ে গ্রুপ সি’তে শীর্ষে রয়েছে স্পেন। আগামী শুক্রবার ঘরের মাটিতে তারা খেলবে লুক্সেমবার্গের বিপক্ষে। এর ৩ দিন পরই ইউক্রেনে গিয়ে খেলবে তারা। স্পেনের জন্য অবশ্য চূড়ান্তপর্বে যাওয়াটা এখন সহজ। কারণ, এই দুই ম্যাচে প্রথমটিতে জয় ও দ্বিতীয়টিতে ড্র-ই যথেষ্ট হবে ফ্রান্সে চূড়ান্তপর্বের টিকিট পেতে।