খোলা বাজার২৪ বুধবার, ৭ অক্টোবর ২০১৫
দেশে হত্যাকাণ্ডের ঘটনায় জড়িত খুনিরা সরকারী মদদে অবস্থান করছে বলে দাবি করেছেন বিএনপির সহ-সভাপতি আব্দুল্লাহ আল নোমান। বুধবার বিকেলে জাতীয় প্রেসক্লাবের কনফারেঞ্জ লাউঞ্জে জাতীয়তাবাদী তাঁতী দল নারায়ণগঞ্জ জেলা শাখা আয়োজিত এক আলোচনা সভায় এসব দাবি করেন। আব্দুল্লাহ আল নোমান বলেন, দেশের খুনিরা সরকারী মদদে অবস্থান করছে। তাই তাদেরকে ধরার সাহস প্রশাসনের নেই। খুন-গুম এখন রাজনৈতিক কাজে পরিনত হয়ে গেছে বলেও মন্তব্য করেন তিনি। ২ বিদেশী হত্যায় নোমান বলেন, একটি দেশে বিচ্ছিন্নভাবে খুন-খারাপি হতে পারে। কিন্তু সে অবস্থায় সরকার যদি নিরপেক্ষ ভূমিকা পালন না করে তাহলে অপরাধীরা আড়ালে থেকে যায়। তিনি বলেন, আজকের সরকারকে মানুষ নিচ্ছে নিখিল-বাংলা লুটপাট হিসেবে। বর্তমান সরকার আওয়ামীলীগের এমপিরা যারা নির্বাচিত হয়নি এখন তাদের সরকারে রূপান্তরিত হুয়েছে বলেও মন্তব্য করেন সাবেক এ মন্ত্রী। মানুষকে স্বাধীনভাবে কথা বলতে দেয়া হচ্ছেনা বলে অভিযোগ করে তিনি বলেন, যদি কথা বলতে না দেয়া হয় এবং যারা সরকারের প্রতিবাদ করবে কিন্তু কথায় কথায় যদি তারা কারাগারে যায় তাহলে আরও লুটপাট বেড়ে যায়। তিনি আরও বলেন, যারা রাজনীতি করেনা আজকে তারাও সরকারের কাছে নির্যাতিত। সাধারণ মানুষ চায় সাধারণ ভাবে জীবন যাপন করতে, তারা চায় দেশে স্বাভাবিক থাকুক, খুন-গুম যেন না হয়। কিন্তু সে পরিস্থিতি আজ দেশে নেই। জাতীয়তাবাদী তাঁতী দল নারায়ণগঞ্জ জেলা শাখার ভারপ্রাপ্ত সভাপতি আলহাজ্জ মুজিবুর রহমানের সভাপতিত্বে আলোচনা সভায় আরও বক্তব্য রাখেন, বিএনপির সহ তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক হাবিবুর রহমান হাবিব, জাতীয়তাবাদী তাঁতী দলের সভাপতি হুমায়ুন ইসলাম খান, জাতীয়তাবাদী তাঁতী দল নারায়ণগঞ্জ জেলা শাখার সাধারণ সম্পাদক মোঃ আকবর হোসেন প্রমুখ।