Thu. Mar 13th, 2025
Logo Signature
Agrani Bank
Rupali Bank
Advertisements

খোলা বাজার২৪ বুধবার, ৭ অক্টোবর ২০১৫
69চট্টগ্রামের রাউজান উপজেলায় মুসলিম নারীকে ধর্ষণের অভিযোগে শ্রীমৎ স্বামী প্রিয় লালপুরী (৪২) নামক হিন্দু সম্প্রদায়ের পুরোহিত আটক করে আদালতে প্রেরণ করে রাউজান থানা পুলিশ। গত সোমবার রাতে পাবর্ত্য জেলার নাইক্ষ্যছড়ি থানার এক মহিলাসহ ধর্ষনের অভিযোগে এই পুরোহিতকে রাউজান ডাবুয়া মন্দাগিনি তপোবন আশ্রম থেকে মুসলিম মহিলাসহ আটক করে থানা হাজতে নিয়ে আসার পর গত মঙ্গলবার রাত ১১টার সময় ধর্ষিতা মহিলা বাদী হয়ে মামলা রুজু করেন। গতকাল বুধবার তাকে আদালতে হাজির করা হলে জেল হাজতে প্রেরন করা হয়। এই ঘটনায় পুরো এলাকায় ব্যাপক চাঞ্চল্য সৃষ্টি হয়। জানা যায়, উপজেলার ডাবুয়ার এই মন্দিরে দীর্ঘ সময় থেকে পাবর্ত জেলার নাইক্ষ্যছড়ি থানার রাবার বাগান কর্মচারিনী এক মহিলার পরিচয় সূত্রে রাউজানের ডাবুয়ায় নিজ কর্মস্থলে চাকুরির প্রবোলন দেখিয়ে নিয়ে এসে স্বামী স্ত্রী পরিচয়ে অবৈধ সম্পর্ক ঘরে তোলেন। এবং উক্ত মহিলা সিরাজুল ইসলাম নামে এক ব্যক্তির কাছে গৃহিনীর কাজ করার সুবাধে এ তথ্য প্রকাশ পাওয়ার পর গোপন সংবাদের ভিত্তিতে রাউজান থানা পুলিশ এই পুরোহিতকে গ্রেপ্তার করে থানা হাজতে নিয়ে আসে। মহিলাটি নিজেই পুলিশকে দীর্ঘ সময় থেকে স্ত্রী পরিচয় দিতে বাধ্য করে বলেও হুমকি প্রদানের কথা বলে মেলামেশার কথা স্বীকার করেন বলে থানা পুলিশ ও এলাকাবাসি জানান। আটক পুরোহিত প্রিয় লালপুরী চট্টগ্রামের বাশখালীর বক্তপুর রাইয়ছড়া ইউনিয়নের ১নং ওয়ার্ডের বালু খানীর মৃত হরিমোহন দাশের পুত্র। বর্তমানে আটক পুরহিত মহিলাসহ থানা হাজতে আটক আছে। বিষয়টি নিয়ে রাউজান থানার অফিসার ইনচার্জ (ওসি) প্রদীপ কুমার দাশ পিপিএম বলেন, এই ঘটনায় আটক মহিলা ধর্ষিতা মহিলা বাদী হয়ে মঙ্গলবার রাতে মামলা রুজ করেন। গতকাল বুধবার তাকে আদালতে হাজির করে রিমান্ডের আবেদন করা হয়।