Fri. May 2nd, 2025
Logo Signature
Agrani Bank
Rupali Bank
Advertisements

খোলা বাজার২৪ বুধবার, ৭ অক্টোবর ২০১৫
71পাকিস্তান সফরে দুটি টোয়েন্টি২০ ও ২টি একদিনের ম্যাচে খেলে বুধবার দুপুরে দেশে ফিরেছে সালমারা। বিমান বন্দরে নেমেই সরাসরি মিরপুর শের-বাংলা জাতীয় স্টেডিয়ামের একাডেমিতে বেলা ৩টার দিকে এসেছেন প্রমীলারা। সেখানেই সংবাদ মাধ্যমের সঙ্গে কথা বলেছেন প্রমীলা দলের অধিনায়ক সালমা খাতুন। পাকিস্তানের বিপক্ষে এমন ভরাডুবির পেছনে ব্যাটিং ইউনিটকেই দুষলেন সালমা। তিনি বলেছেন, ‘আমরা বোলিং-ফিল্ডিং ভাল করেছি। শুধু ব্যাটিংয়ে আমরা পিছিয়ে পড়েছি। পিংকি, লতা, আমি, শুকতারা, রুমানা মিলে আমাদের শক্তিশালী ব্যাটিং অর্ডার। কিন্তু আমরা কেউই আমাদের সেরা খেলাটা খেলতে পারিনি।’ উইকেট নিয়ে কোনো বিভ্রান্তি ছিল কিনা, এমন প্রশ্নে সালমা খাতুন বলেছেন, ‘ওখানকার উইকেট খুব ভাল। ঢাকার মতোই ব্যাটিং উইকেট ওখানে। উইকেট নিয়ে কোনো সমস্যা নেই। সব ভালই ছিল। শুধু আমরাই যথাসময়ে ক্লিক করতে পারিনি।’ পাকিস্তানের বিপক্ষে এই সিরিজটাকে প্রস্তুতি নেওয়ার ক্ষেত্রে ভাল হয়েছে বলে মনে করছেন প্রমীলা দলের অধিনায়ক। এক প্রশ্নের জবাবে তিনি বলেছেন, ‘দেড় বছরের মধ্যে আমরা কোনো আন্তর্জাতিক সিরিজ খেলতে পারিনি। এ জন্যই আমরা বলেছিলাম, আমাদের ট্যুরের প্রয়োজনীয়তা কথা। সামনে বিশ্বকাপের বাছাইপর্ব আছে, সুতরাং আমাদের ম্যাচ খেলার প্রয়োজন ছিল। এর জন্য প্রস্তুতি নিতে এই সিরিজটি গুরুত্বপূর্ণ ছিল। সফরটি আমাদের খুব ভাল ছিল। কিন্তু ম্যাচগুলো হেরে গেছি। ব্যাটসম্যানরা যদি আরো একটু ভাল খেলতে পারত, তবে হয়তো পুরো ব্যাপারটা অন্যরকম হতো।’ পাকিস্তানে যাওয়ার আগে নিরাপত্তা ইস্যু নিয়ে অনেক প্রশ্ন ছিল। এরপরও সফরটি হয়েছে যথাযথ ভাবেই। নিরাপত্তা ব্যবস্থা কেমন দেখছেন এই প্রশ্নে সালমা বলেছেন, ‘নিরাপত্তা ব্যবস্থা অনেক ভাল ছিল। অনেক নিরাপত্তা দেয়া হয়েছে। সেটা বলে বোঝাতে পারবো না। আমরা এতোটা নিরাপত্তা আশাও করিনি।’ তিনি আরো যোগ করেছেন, ‘আমরা পাকিস্তান যাওয়ার পর পাকিস্তান ক্রিকেট বোর্ড আমাদেরকে ফুলের মালা দিয়ে বরণ করেছে। ওখানে কোনো মিডিয়াও ছিল না। মিডিয়া ছিল এয়ারপোর্টের বাইরে। কিন্তু মিডিয়া আমাদের সঙ্গে কোনো কথা বলতে পারেনি। আমরা এয়ারপোর্ট থেকে গাড়িতে উঠে সরাসরি ভেন্যুতে চলে গিয়েছি।’ ম্যাচগুলোতে যথাযথ পারফরম্যান্স না করতে পারার পেছনে কোনো ভয় কাজ করছিল কিনা, এমন প্রশ্নে প্রমীলা দলের অধিনায়ক বলেছেন, ‘না কোনো ভয় কাজ করেনি। এটা ভুল ধারণা। আমরা খেলতে গেছি, মাঠে গিয়ে কোনো কিছু চিন্তা করিনি। আমরা কেবল ক্রিকেট নিয়েই চিন্তা করেছি। অন্য কোনো কিছু নিয়ে আমাদের ভাবনা ছিলো না। কোনো রকম ভয় কাজ করেনি।’ দক্ষিণ আফ্রিকা সিরিজ পিছিয়ে গেল কতটা হতাশা কাজ করছে এমন প্রশ্নে সালমা খাতুন বলেছেন, ‘গত পরশু আমি এই খবর পেয়েছি, দক্ষিণ আফ্রিকা আসবে না। আমি এ বিষয়ে কিছু জানি না। বোর্ড মিটিং আছে, আইসিসির মিটিং আছে; এ বিষয়ে তারা সিদ্ধান্ত নিবে। তারাই বলতে পারবেন কথা দিয়ে কেন দক্ষিণ আফ্রিকা আসছে না?’ উর্দু ভাষায় কথা বলা প্রসঙ্গে জানতে চাইলে তিনি বলেছেন, ‘সবাই বলছে আমি নাকি প্রেস কনফারেন্সে উর্দুতে কথা বলছি। আসলে তা না। আমি বাংলায় কথা বলেছি। ম্যানেজার ওদেরকে ইংরেজিতে অনুবাদ করে দিয়েছি। প্রথম টোয়েন্টি২০ ম্যাচে একটি সময়ে ম্যানেজার সঙ্গে ছিল না। তখন হয়তো আমি এক মিনিট উর্দুতে বলছি। এ ছাড়া আমি কোথাও কিছু বলিনি। টসে হেরে যাওয়ার পর কথাটা হয়েছে।’ নতুনদের পারফরম্যান্সে খুশি বাংলাদেশ দলের অধিনায়ক। এ প্রসঙ্গে তিনি বলেছেন, ‘নতুনদের পারফরম্যান্স ভাল ছিল। ৩ জনের অভিষেক হয়েছে। ২ জনের পারফর্ম ভাল ছিল। বাঁহাতি স্পিনার নাহিদা ভাল খেলেছে। উইকেটরক্ষক জ্যোতি ভাল খেলেছে। আর শারমিন হয়তো খুব ভাল করতে পারেনি। তবে ওরা ৩ জনই খুব ভাল খেলোয়াড়।’ নিজের পারফরম্যান্স নিয়ে সন্তুষ্ট নন প্রমীলা দলের অধিনায়ক। তিনি বলেছেন, ‘আমি বোলিং যা-ই করেছি। ব্যাটিংটা ভাল করতে পারিনি। ব্যাটিংটাই আমাদের পিছিয়ে দিয়েছে। ব্যাটিং ভাল হলে আমরা আরো ভাল কিছু পেতে পারতাম।