খোলা বাজার২৪ বুধবার, ৭ অক্টোবর ২০১৫
জার্মানের অর্থনৈতিক সহযোগিতা ও উন্নয়ন মন্ত্রী গার্ড মুলার গাজীপুরে একটি তৈরি পোশাক কারখানা পরিদর্শন করেছেন। বুধবার সকালে তিনি কারখানায় কাজের পরিবেশ, নিরাপত্তা ও অন্যান্য বিষয়ে সন্তোষ প্রকাশ করেন। কারখানা পরিদর্শন শেষে জার্মান মন্ত্রী সাংবাদিকদের বলেন, তৈরি পোশাকের ক্ষেত্রে বাংলাদেশ এরই মধ্যে একটি মানসম্মত অবস্থায় পৌঁছেছে। এ সময় গার্ড মুলারের সঙ্গে বাংলাদেশের বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ, মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক, ডিবিএল গ্রুপের চেয়ারম্যান আব্দুল ওয়াহিদ, ফায়ার সার্ভিস এ্যান্ড সিভিল ডিফেন্সের মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ আলী, বিজিএমইএর সিনিয়র সহ-সভাপতি ফারুক হাসান উপস্থিত ছিলেন। কারখানা পরিদর্শন শেষে বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ বলেন, বাংলাদেশের তৈরি পোশাক খাত এগিয়ে যাচ্ছে, এগিয়ে যাবে। আমরা ২০২১ সালের মধ্যে ৫০ বিলিয়ন ডলার তৈরি পোশাক খাতে রফতানি করতে সক্ষম হব। আশা করি এ বিষয়ে আমরা জার্মানের সহযোগিতা পাব। তারা আমাদের ভাল অংশীদার। আমরা সে দেশে আরও বেশি পণ্য রফতানি করতে পারব। এর আগে জার্মান মন্ত্রী কাশিমপুর শিল্প এলাকার জন্য স্থাপিত মিনি ফায়ার স্টেশনের উদ্বোধন করেন। পরে বাংলাদেশের বাণিজ্যমন্ত্রীর কাছে একটি গাড়ি হস্তান্তর করেন। জার্মান অর্থনৈতিক সহযোগিতা ও উন্নয়ন মন্ত্রী গার্ড মুলার দুই দিনের সফরে মঙ্গলবার সন্ধ্যায় ঢাকা আসেন।