খোলা বাজার২৪ বুধবার, ৭ অক্টোবর ২০১৫
অস্ট্রেলিয়া সিরিজ স্থগিত হওয়ার পর থেকেই জিম্বাবুয়েকে নভেম্বরে সফরে আনার চেষ্টায় ব্যস্ত ছিল বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। জিম্বাবুয়ের নির্ধারিত সফর ছিল আগামী বছরের জানুয়ারিতে। সফরে ২টি টেস্ট, ৩টি ওয়ানডে এবং ২টি টোয়েন্টি২০ খেলার কথা ছিল অতিথিদের। বিসিবি চেষ্টায় শেষ অব্দি নভেম্বরের ২টি টেস্ট খেলতে আসার কথা জিম্বাবুয়ের! যদিও বিসিবি থেকে চূড়ান্ত কোনো তারিখ ঘোষণা আসে নি এখনো। বুধবার বিসিবির ১২তম বোর্ড সভা শেষে সংবাদ মাধ্যমকে এমন তথ্যই দিয়েছেন বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন। সিরিজ বাকি ম্যাচগুলো আগামী বছর জানুয়ারিতে খেলবে জিম্বাবুয়ে। এ প্রসঙ্গে বিসিবি বলেছেন, ‘জিম্বাবুয়ের সঙ্গে সিরিজ নিয়ে কথা হয়েছে। ওরা আসতে রাজি। তবে তারিখ এখেনো নির্ধারণ হয়নি। আগামী ৯ তারিখে আইসিসির সভাতে গিয়ে নির্ধারণ করব।’ নভেম্বরে কবে কোথায় ম্যাচগুলো হচ্ছে এই ব্যাপারে এখনো কোনো কিছু চূড়ান্ত হয়নি। সবকিছুই আইসিসির সভার গিয়ে চূর্ড়ান্ত করা হবে। সিলেট ভেন্যুতে একটি টেস্ট খেলার কথা থাকলেও শেষ পর্যন্ত বিসিবি ২টি টেস্ট ম্যাচ ঢাকায় ও চট্টগ্রামে আয়োজন করতে পারে। তবে এখনো এসব বিষয়ে চূড়ান্ত কিছু হয়নি। বিষয়টি বিসিবির প্রধান নির্বাহী কর্মকর্তা নিজামউদ্দিন চৌধুরি সুজন নিশ্চিত করেছেন।