খোলা বাজার২৪ বুধবার, ৭ অক্টোবর ২০১৫
ক্রিকেটকে লক্ষ্য বানানো হয়নি- কদিন আগেও এক সংবাদ সম্মেলনে এমন বলেছিলেন বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন। বুধবার বিসিবির বোর্ড সভা শেষে আবারো এমনটাই বললেন তিনি। বিসিবি সভাপতির মতে যা ঘটেছে এসব ক্রিকেটের বাইরে। তাই বিষয়টি বিসিবির সাধ্যের বাইরে চলে গেছে বলে মনে করেন নাজমুল হাসান। বোর্ড সভায় অনেক বিষয়ের পাশাপাশি অস্ট্রেলিয়ার না আসার প্রসঙ্গটি বিশেষ গুরুত্ব পেয়েছে। একই সঙ্গে আইসিসির সভায় গিয়ে বাংলাদেশের অবস্থান কেমন থাকবে তা আলোচনা করা হয়েছে। কিন্তু বিষয়টি আর বিসিবির নাগালের মধ্যে নেই। এ বিষয়ে বিসিবি সভাপতি বলেছেন, ‘ওরা সত্যি সত্যিই মর্মাহত। ওরা আসবে এর জন্য সব চেষ্টা করেছে। আইসিসি থেকে যোগাযোগ করা হয়েছে ওদের আসার জন্য। তাই আমি আবারো বলছি এটা ক্রিকেটের বাইরে। যা ঘটছে এটা ক্রিকেটের ব্যাপার নয়। এটা আমাদের সাধ্যের বাইরে চলে গেছে। না হলে অস্ট্রেলিয়া অবশ্যই বাংলাদেশে আসত।’ অস্ট্রেলিয়া আসার ব্যাপারে কতটা আন্তরিক ছিল সেটা বোঝাতে নাজমুল হাসান বাংলাদেশের পাকিস্তান সফর বাতিল করার বিষয়টি উল্লেখ করেন। বলেন, ‘আমাদের পাকিস্তানে জাতীয় দল পাঠানোর কথা ছিল। আমরা তো পাঠাইনি। এর জন্য কি আমাদের অধিনায়ক, কোচ বা সিইও বিজ্ঞপ্তি দিয়ে ওদের বলেছে আমাদের এই সফরে যাওয়া উচিত ছিল বা আমরা মর্মাহত? এমন কিছুই আমরা পাঠাইনি। কিন্তু অস্ট্রেলিয়া সব সময় ক্ষমা চেয়ে যাচ্ছে।’ একই সঙ্গে অস্ট্রেলিয়া যে এর আগেও সফর বাতিল করেছে সেটা মনে করিয়ে দেন বিসিবি সভাপতি, ‘অস্ট্রেলিয়া কিন্তু এসব বিষয়ে খুবই স্পর্শকাতর। এর আগেও তারা কয়েকবার খেলতে যায়নি এমন কারণে। এমনকি বিশ্বকাপেও খেলতে যায়নি। এখানে আইসিসি বা ক্রিকেট অস্ট্রেলিয়ার চেষ্টার কোনো ত্রুটি ছিল না এই সফরে আসার জন্য। তবে তারা আসলে কোনো অসুবিধা হতো না এই ব্যাপারে আমরা নিশ্চিত।