খোলা বাজার২৪ বৃহস্পতিবার, ৮ অক্টোবর ২০১
ভারতের পশ্চিমবঙ্গে অনুষ্ঠিত হয়ে গেল প্রতিবন্ধী ক্রিকেট দলের ত্রিদেশীয় টি-টোয়েন্টি সিরিজ। যেখানে ফাইনালে ভারতকে ৭ উইকেটের বড় ব্যবধানে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছে বাংলাদেশ। প্রথমে ব্যাট করে নির্ধারিত ২০ ওভারে ৬ উইকেট হারিয়ে ভারত ১২৮ রান সংগ্রহ করে। ১২৯ রানের জয়ের লক্ষ্যে ব্যাট করতে নেমে ১৯.২ ওভারে মাত্র ৩ উইকেট হারিয়ে ১৩১ রান করে জয় নিশ্চিত করে লাল-সবুজের প্রতিনিধিরা। ম্যাচ সেরা হয়েছেন বাংলাদেশের শাহরিয়া শামীম। বল হাতে বাংলাদেশের তীর্থ ও সুজাউল দুটি করে উইকেট পান। আর ব্যাট হাতে দলের হয়ে সর্বোচ্চ ৪৭ রান করেন শাহরিয়া শামীম। বাংলাদেশকে এই জয় এনে দেয়ায় দলকে অভিনন্দন জানিয়েছেন বাংলাদেশ জাতীয় দলের ক্রিকেটাররা। ফেসবুকে বাংলাদেশ জাতীয় ক্রিকেটের টেস্ট দলের অধিনায়ক মুশফিকুর রহিম লিখেছেন, ফাইনালে ভারতকে ৭ উইকেটে হারিয়ে ত্রিদেশীয় সিরিজে চ্যাম্পিয়ন হওয়ায় বাংলাদেশ প্রতিবন্ধী ক্রিকেট দলকে অভিনন্দন। প্রকৃতপক্ষে, আপনারা আমাদের কাছে বিশেষ কিছু।’ ক্রিকেটার নাসির হোসেন লিখেছেন, ‘ভারতকে ৭ উইকেটে হারিয়ে ত্রিদেশীয় সিরিজে চ্যাম্পিয়ন হওয়ায় বাংলাদেশ প্রতিবন্ধী ক্রিকেট দলকে অভিনন্দন। বাংলাদেশের জন্য গর্বিত মুহূর্ত