Wed. Apr 23rd, 2025
Logo Signature
Agrani Bank
Rupali Bank
Advertisements

খোলা বাজার২৪ বৃহস্পতিবার, ৮ অক্টোবর ২০১
12যতই দিন অতিবাহিত হচ্ছে যুক্তরাষ্ট্রের অর্থনীতি ততই ক্রমশ দুর্বল হয়ে পড়ছে। দেশটির আমদানি ও রফতানি বাণিজ্যে ঘাতটি বেড়েছেই চলছে। আগস্টে রফতানি ও আমদানির ফারাক লক্ষ্য করার মতো ছিল। রফতানি হ্রাসের জন্যই বাণিজ্য ঘাতটি তৈরি হয়েছে দেশটিতে। ৩ বছর ধরে ক্রমাগতভাবে রফতানি কমেছে। অন্যদিকে আমদানি বৃদ্ধি পেয়েছে তুলনামূলকভাবে অনেক বেশি। যুক্তরাষ্ট্রের বাণিজ্য মন্ত্রণালয়ের তথ্য মোতাবেক, চীন থেকে মোবাইল ফোন আমদানি বেড়েছে। চলতি বছরের মার্চ মাস থেকে আগস্টে ১৫.৬ শতাংশ বেড়েছে মোবাইল আমদানি। আগস্টে ৪৮.৩ বিলিয়ন মার্কিন ডলারের মোবাইল ফোন চীন থেকে আমদানি করেছে মার্কিন কোম্পানিগুলো। ২০১২ সালের অক্টোবরে আমদানি ১.২ বেড়ে ১৮৫.১ বিলিয়ন মার্কিন ডলার ছিল। আর এ বছর ২ শতাংশ বেড়ে তা ২৩৩.৪ বিলিয়ন মার্কিন ডলারে এসেছে। চীন ও অন্য দেশের সঙ্গে যুক্তরাষ্ট্রের বাণিজ্যিক ব্যবধান বেড়ে যাচ্ছে। এছাড়া মার্কিন ডলারের বিপরীতে অন্য দেশের মুদ্রার মূল্য কমে যাওয়ায় বাণিজ্যিক ঘাটতির আরেকটি অন্যতম কারণ বলে মনে করেন অর্থনীতিবিদরা। তাদের মতে অন্য দেশের মুদ্রার সঙ্গে মূল্যের পার্থক্য থাকার কারণেই যুক্তরাষ্ট্রের বাণিজ্য ঘাতটি দেখা দিয়েছে। এভাবে চলতে থাকলে বছর শেষে ঘাটতি হবে ৫৩১.৬ বিলিয়ন মার্কিন ডলার। যা গত বছরের তুলনায় ৪.৬ শতাংশ বেশি। গত বছর যুক্তরাষ্ট্রের বাণিজ্যে ঘাতটি ছিল ৫০৮.৩ বিলিয়ন মার্কিন ডলারের। ডলারের বিপরীতে অন্য দেশের মুদ্রার দর পতনের জন্য বিদেশি কোম্পানি লাভবান হচ্ছে আর যুক্তরাষ্ট্রের কোম্পানিগুলো লোকসান গুনতে হচ্ছে।