খোলা বাজার২৪ ॥ বৃহস্পতিবার, ৮ অক্টোবর ২০১৫
পাকিস্তানের সশস্ত্র ড্রোন তৈরিতে চীনের সহযোগিতা রয়েছে প্রতিবেদনের এ দাবিটি প্রত্যাহার করে দিয়েছে পাকিস্তান। মার্কিন সংবাদ সংস্থা ‘ওয়াশিংটন টাইমস’কে দেওয়া একান্ত সাক্ষাৎকারে দাবিটি প্রত্যাহার করেন পাক বিমান বাহিনীর প্রধান মার্শাল সোহাইল আমান।
সোহাইল আমান বলেন, পাকিস্তানের সশস্ত্র ড্রোন তৈরিতে চীনের সহযোগিতার প্রতিবেদনটি ভুল। পাকিস্তান বিমানবাহিনী এ প্রযুক্তি নিজেই আবিস্কার করেছে। এটা খুব বড় কোনো প্রযুক্তি নয়। পাকিস্তান এয়ার কমপ্লেক্সে জি এফ-১৭ থান্ডার যুদ্ধবিমান তৈরি করা হয়েছে। আর এ জাতিই ১৯৯০ সালে পারমাণবিক শক্তি অর্জন করে।
সোহাইল আমান বলেন, পাকিস্তানে কয়েকবছর যাবৎ ধারাবাহিক মার্কিন ড্রোন হামলার পরিমাণ কমে আসবে। পাকিস্তান এখন মনুষ্যবিহীন বিমান উড্ডয়নে উন্নীত হয়েছে। সশস্ত্র ড্রোন তৈরিতে এখনো পর্যন্ত ওয়াশিংটন থেকে আমাদের ওপর কোনো বাধা আসেনি। কোনো বড় ধরণের বাধাও সামনে নেই।