খোলা বাজার২৪ ॥ বৃহস্পতিবার, ৮ অক্টোবর ২০১৫
শিশু গৃহকর্মী নির্যাতন মামলায় জাতীয় ক্রিকেট দল পেসার শাহাদাত হোসেন রাজিবকে আদালতে নেয়া হয়েছে।
ঢাকার মহানগর হাকিম নুরু মিয়া রিমান্ড আবেদন শুনানির জন্য বৃহস্পতিবার দিন ধার্য করেন। গত মঙ্গলবার মামলার তদন্ত কর্মকর্তা মিরপুর থানার ওসি-তদন্ত শফিকুর রহমান এ রিমান্ডের আবেদন করেন।
মামলা দায়েরের পর প্রায় ১ মাস পলাতক থেকে সোমবার শাহাদাত আদালতে আত্মসমর্পণ করে জামিন চান। ওইদিন আবেদন নাকচ করে তাকে কারাগারে পাঠান আদালত।
সোমবার বেলা সোয়া ১১টার দিকে আদালতে তিনি আত্মসমর্পণ করেন। জামিন নাকচ করে দেয়ার পর শাহাদাতকে ঢাকা কেন্দ্রীয় কারাগারে নিয়ে যাওয়া হয়।
ঢাকা আইনজীবী সমিতির সাবেক সভাপতি অ্যাডভোকেট কাজী নজিবুল্লাহ হিরু তার পক্ষে জামিন শুনানি করেন।
রবিবার বিকালে ঢাকা মহানগর হাকিম ইউনুস খান এই মামলায় ক্রিকেটার শাহাদাত হোসেন রাজিবের স্ত্রী জেসমিন জাহান এলাইচ নিত্য শাহাদাতের রিমান্ড আবেদন নাকচ করে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন। তবে তিন কার্যদিবসের মধ্যে তাকে জেলগেটে জিজ্ঞাসাবাদ করা যাবে।
এরআগে নিত্য শাহদাতকে রবিবার ঢাকা সিএমএম আদালতে হাজির করে মামলার সুষ্ঠু তদন্তের জন্য ৫ দিনের রিমান্ড আবেদন করেন মিরপুর মডেল থানার ওসি-তদন্ত সফিকুর রহমান।
রাজধানীর মালিবাগে শাহাদাতের শ্বশুর বাড়ি থেকে রবিবার ভোরে নিত্য শাহদাতকে গ্রেফতার করে পুলিশ।
মিরপুর মডেল থানার ওসি ভূঁইয়া মাহবুব হাসান বলেন, ভোরে অভিযান চালিয়ে শাহাদাতের শ্বশুর বাড়ি থেকে তার স্ত্রী নিত্য শাহাদাতকে গ্রেফতার করা হয়।