খোলা বাজার২৪ ॥ বৃহস্পতিবার, ৮ অক্টোবর ২০১৫
চাঁপাইনবাবগঞ্জ জেলার সদর উপজেলায় একরামুল হক (৫০) নামে এক ব্যক্তির গলিত লাশ উদ্ধার করেছে পুলিশ। বালিয়াডাঙ্গা ইউনিয়নের চকঝগড় গ্রামের একটি বাড়ির গোয়াল ঘর থেকে বুধবার রাতে লাশটি উদ্ধার করা হয়। চাঁপাইনবাবগঞ্জ সদর থানার ওসি (তদন্ত) সারোয়ার হোসেন বলেন, একরামুল হক প্রায় দুই সপ্তাহ ধরে নিখোঁজ ছিলেন। বুধবার রাত ৯টার দিকে একরামুল হকের ছেলে সোহেল (১৯) মোবাইল ফোনে তার এক চাচাকে জানান, ‘বাবাকে খুঁজে লাভ হবে না, আমার মাকে তালাক দেয়ায় বাবাকে হত্যা করে গোয়াল ঘরের মাটিতে পুঁতে রেখেছি। এ কথা শুনে স্বজনরা গোয়াল ঘরে গিয়ে লাশটির অবস্থান দেখতে পায়। খবর পেয়ে পুলিশ রাত ১১টার দিকে লাশটি দেখতে আসে। কিন্তু রাতে এটি উঠানো হয়। যেহেতু লাশটি গলে গেছে তাই মেজিস্ট্রেটের উপস্থিতিতে বৃহস্পতিবার সকালে ওঠানো হবে। তিনি আরো বলেন, লাশটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠানো হবে। ছেলে সোহেল পলাতক রয়েছেন।