Sat. May 3rd, 2025
Logo Signature
Agrani Bank
Rupali Bank
Advertisements
12042977_734781279988692_8389515500456611474_nখোলা বাজার২৪ ॥ বৃহস্পতিবার, ৮ অক্টোবর ২০১৫।। বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির পিরোজপুর জেলা শাখার সাধারন সম্পাদক আলমগীর হোসেন এর শশুর, যুদ্ধকালীন মুক্তিযোদ্ধা কমান্ডার, বাংলাদেশ বিমানের সাবেক উপ মহা-ব্যবস্থাপক, বিমান অফিসার্স এসোশিয়েশনের সাবেক সম্পাদক আলহাজ্ব মাহাতাব উদ্দিন আকন (৬৯) বয়সে হৃদযন্ত্র ক্রিয়া বন্ধ হয়ে গত ২৪ শে সেপ্টেম্বর অসুস্থ অবস্থায় মঠবাড়িয়া থেকে ঢাকায় নিয়ে যাওয়ার পথে ইন্তেকাল করেন (ইন্না লিল্লাহী ওইন্নাইলাইহী রাজিউন)। তিনি স্ত্রী, ১ ছেলে ও ২ মেয়ে ও অসংখ্য গুনোগ্রহী রেখে যান। তার রুহুর মাহফেরাত কামনা করে আগামী কাল বাদ আছর মরহুমের নিজ বাসভবনে পারিবারিক ভাবে দোয়া মাহাফিলের  আয়োজন করা হয়েছে।