খোলা বাজার২৪ ॥ বৃহস্পতিবার, ৮ অক্টোবর ২০১৫
মানবতাবিরোধী অপরাধে ফাঁসির দণ্ডপ্রাপ্ত বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল আলী আহসান মোহাম্মদ মুজাহিদের সঙ্গে শুক্রবার ঢাকা কেন্দ্রীয় কারাগারে সাক্ষাৎ করবেন তার পরিবারের ৫ সদস্য। শুক্রবার বেলা ১১টায় ঢাকা কেন্দ্রীয় কারাগারে তারা মুজাহিদের সঙ্গে সাক্ষাৎ করবেন বলে জানা গেছে। মুজাহিদের আইনজীবী প্যানেলের সদস্য শিশির মো. মুনির জানান, মুজাহিদের ছোট ছেলে আলী আহমেদ মাবরুরসহ পাঁচজন দেখা করতে কারাগারে যাবেন। এর আগে গত ৩ অক্টোবর মুজাহিদের সঙ্গে দেখা করেন তার আইনজীবীরা। আইনজীবীরা আগেই জানিয়েছিলেন, রায়ের অনুলিপি হাতে পেলে তারা রিভিউ আবেদন করবেন। এর অংশ হিসেবেই তারা ওই দিন সাক্ষাৎ করেছেন। আপিল বিভাগ গত ৩০ সেপ্টেম্বর মুজাহিদ ও বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন কাদের চৌধুরীর যুদ্ধাপরাধ মামলার চূড়ান্ত রায় প্রকাশ করে। ওইদিনই তা আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে পাঠিয়ে দেওয়া হয়। নিয়ম অনুযায়ী ট্রাইব্যুনাল রিভিউ খারিজের পরের দিন ১ অক্টোবর দুই ফাঁসির আসামির দণ্ড কার্যকরের জন্য মৃত্যু পরোয়ানা জারি করেন এবং তা কারা-কর্তৃপক্ষের হাতে পাঠিয়ে দেওয়া হয়। ঢাকা কেন্দ্রীয় কারাগারে মুজাহিদকে এবং কাশিমপুর কারাগারে সালাহউদ্দিন কাদের চৌধুরীকে সেই মৃত্যু পরোয়ানা পড়ে শোনায় কারা কর্তৃপক্ষ।