Wed. Mar 12th, 2025
Logo Signature
Agrani Bank
Rupali Bank
Advertisements

খোলা বাজার২৪ ॥ বৃহস্পতিবার, ৮ অক্টোবর ২০১৫
57ঢাকা বিভাগের শ্রেষ্ঠ মেয়র হিসেবে স্বীকৃতিপ্রাপ্ত গাজীপুর জেলার শ্রীপুর পৌরসভার মেয়র আনিছুর রহমান পৌরসভার আদায় করা করের ৪৩ লাখ ৭৫ হাজার ১৩৭ টাকা আত্মসাত করায় তার বিরুদ্ধে আদালতে চার্জশিট দাখিল করবে দুর্নীতি দমন কমিশন (দুদক)। বৃহস্পতিবার দুদকের উপ-পরিচালক নাসির উদ্দিন এ তথ্য জানান। তিনি জানান, অনুমোদিত চার্জশিটে আনিছুর রহমান ছাড়াও গাজীপুর পৌরসভার সাবেক হিসাবরক্ষক বর্তমানে গাজীপুর সিটি করপোরেশনকে কর্মরত আব্দুল মান্নানকেও আসামি করা হয়েছে। দুদক সূত্র জানায়, আসামিরা পরস্পর যোগসাজশে ২০১০ সালের ডিসেম্বর থেকে ২০১৪ সালের ফেব্র“য়ারি পর্যন্ত আদায় করা করের ওই অর্থ আত্মসাৎ করেছেন। পৌরসভার রশিদসহ ওই অর্থ গ্রহণ হলেও তা সরকারি ফান্ডে জমা না দিয়ে নিজেরাই নেন। দুদকের তদন্তেও ওই অভিযোগের সত্যতা পাওয়া গেছে। ফলে তদন্ত কর্মকর্তার সুপারিশক্রমে কমিশন চার্জশিট অনুমোদন দিয়েছে। দুদকের উপ-সহকারী পরিচালক মো. ইকবাল হোসেন মামলাটি তদন্ত করেন। এর আগে গত বছরের ১৭ জুলাই আনিছুর রহমানসহ শ্রীপুর পৌরসভার তিন কর্মকর্তার বিরুদ্ধে মোট ৫২ লাখ ৩ হাজার ৩১২ টাকা আত্মসাতের অভিযোগে শ্রীপুর থানায় মামলা তিনটি করেছিল দুদক। মামলা নং ৩৭, ৩৮ ও ৩৯। এর মধ্যে ৩৯ নম্বর মামলার তদন্ত শেষে বৃহস্পতিবার চার্জশিট দাখিলের সিদ্ধান্ত নেয় দুদক। প্রসঙ্গত, এ বছরের ২৩ মে গাজীপুরের শ্রীপুর পৌরসভার ওই মেয়রকে ঢাকা বিভাগের শ্রেষ্ঠ মেয়র নির্বাচিত হয়েছিল। গাজীপুর সিটি করপোরেশন মিলনায়তনে আলোচনা সভা ও গুণীজন সংবর্ধনা অনুষ্ঠানে তার হাতে শ্রেষ্ঠ মেয়রের ক্রেস্ট তুলে দিয়েছিলেন জাতীয় কবি কাজী নজরুল ইসলামের নাতনি খিলখিল কাজী।