Wed. Mar 12th, 2025
Logo Signature
Agrani Bank
Rupali Bank
Advertisements

খোলা বাজার২৪ ॥ বৃহস্পতিবার, ৮ অক্টোবর ২০১৫
59গো-মাংস খাওয়ার অভিযোগে দাদরিতে পিটিয়ে মারার ঘটনায় এতোদিন কোনও মন্তব্য না করলেও শেষ পর্যন্ত চাপের মুখে নিরবতা ভাঙ্গলেন মোদি। দাদরির ঘটনার জেরে সাম্প্রদায়িক ভেদাভেদ মাথাচাড়া দেওয়ার আশঙ্কায় গরিবির মতো একক শত্রুর বিরুদ্ধে হিন্দু, মুসলিমদের ঐক্যবদ্ধ হওয়ার আহবান জানান তিনি। বৃহস্পতিবার বিহারে এক নির্বাচনী জনসভায় তিনি এ আহবান জানান। মোদি বলেন, গণতন্ত্রে প্রত্যেকের মনের কথা বলার অধিকার রয়েছে। কিন্তু হিন্দুদের অবশ্যই সিদ্ধান্ত নিতে হবে তাঁরা মুসলমানদের বিরুদ্ধে লড়বে না দারিদ্রতার বিরুদ্ধে। একইভাবে মুসলমানদেরও ঠিক করতে হবে তারা কার বিরুদ্ধে লড়বেন। হিন্দু না দারিদ্রতার বিরুদ্ধে ? তিনি বলেন, দু পক্ষকেই একসঙ্গে দারিদ্র্যের মোকাবিলা করতে হবে। দেশকে একজোট থাকতে হবে। সাম্প্রদায়িক সম্প্রীতি, ঐক্য, ভ্রাতৃত্ব ও শান্তিই দেশকে এগিয়ে নিয়ে যাবে বলেও মন্তব্য করেন তিনি। নরেন্দ্র মোদি বলেন, কিছু নেতা রাজনৈতিক ফায়দা তোলার জন্য দায়িত্বজ্ঞানহীন কথাবার্তা বলছেন। এসব বন্ধ হওয়া উচিত। আপনারাও তাঁদের কথায় গুরুত্ব দেবেন না, এমনকী মোদি নিজে এমন মন্তব্য করলেও নয়। ভারতীয় সভ্যতার সূত্রে পাওয়া বৈচিত্র, সহনশীলতা, বহুত্ববাদের মতো মৌলিক মূল্যবোধগুলি রক্ষার ব্যাপারে রাষ্ট্রপতি প্রণব মুখোপাধ্যায় বুধবার যে বার্তা দিয়েছেন, তাকে অনুসরণ করা উচিত দেশবাসীর। তিনি বলেন, রাষ্ট্রপতি দেশবাসীকে পথের দিশা দেখিয়েছেন । ১২৫ কোটি মানুষের দেশের প্রধান যা বলেছেন, তার চেয়ে বড় কোনও নির্দেশ, বার্তা, অনুপ্রেরণা হয় না। দেশবাসীর সবার উচিত ওনার দেখানো রাস্তায় হাঁটা। একমাত্র তাহলেই ভারত বিশ্বের প্রত্যাশা পূরণে সক্ষম হতে পারে। বুধবার রাষ্ট্রপতি এক অনুষ্ঠানে বলেন, আমি এ কথা গভীরভাবে বিশ্বাস করি যে, আমাদের সভ্যতার মৌলিক মূল্যবোধগুলিকে আমরা নষ্ট হতে দিতে পারি না। আমাদের সভ্যতা যুগ যুগ ধরে যে বৈচিত্র, সহনশীলতা, বহুত্ববাদের প্রচার করে এসেছে। এই মূল্যবোধগুলিই শতকের পর শতক আমাদের একসূত্রে বেঁধে রেখেছে। অনেক প্রাচীন সভ্যতারই পতন হয়েছে। কিন্তু পরপর আগ্রাসন, সুদীর্ঘ বিদেশি শাসনে থাকা সত্ত্বেও ভারতীয় সভ্যতা টিকে থেকেছে এই মূল্যবোধগুলির জন্যই। সূত্র: এনডিটিভি, ডন