খোলা বাজার২৪ ॥ বৃহস্পতিবার, ৮ অক্টোবর ২০১৫
লিওনেল মেসি ও ক্রিস্টিয়ানো রোনালদোর মধ্যে কে সেরা এটা নিয়ে তর্কের শেষ নেই। বার্সেলোনা কিংবদন্তি ইয়োহান ক্রুইফ বলেছেন দলগত খেলোয়াড় হিসেবে মেসি, রোনালদো থেকে এগিয়ে। ইয়োহান ক্রুইফের দেখানো পথেই বার্সেলোনা আজ এই শতকের সেরা ক্লাব হিসেবে আবির্ভূত হয়েছে। এই কিংবদন্তি খেলোয়াড় হিসেবেও সফল ছিলেন এবং কোচ হিসেবেও বার্সেলোনাকে প্রথম চ্যাম্পিয়ন্স লিগ জিতিয়েছেন। বার্সার তরুণ একাডেমি লা মাসিয়াও তার পরিকল্পনার ফসল যেখান থেকে মেসি, জাভি, ইনিয়েস্তাদের মতো খেলোয়াড়রা বেরিয়ে আসছেন। বার্সেলোনার এই কিংবদন্তি বর্তমানের দুই প্রতিদ্বন্দী লিওনেল মেসি ও রোনালদোর মধ্যে এগিয়ে রাখছেন তার ক্লাবের মেসিকে। তিনি বলেন, আমি সবসময় টেকনিক্যাল খেলোয়াড় পছন্দ করি কারণ আমি এমনই ছিলাম। ক্রিস্টিয়ানো ভালো খেলোয়াড় কিন্তু সে একজন গোলস্কোরার। সে কখনো একটি দলের খেলোয়াড় হয়ে উঠতে পারবে না বা চিন্তিত নয় দল কেমন খেলবে। সে শুধু ফিনিশিংটা নিয়ে ভাবে। কিন্তু মেসি অনেক বেশি দল অন্ত:প্রাণ খেলোয়াড়। সে পাস দেয়, অ্যাসিস্ট করে। খেলোয়াড় হিসেবে, গোলস্কোরার হিসেবে নয়। অবশ্য সে অনেক গোলও করে। ক্রুইফ একজন গ্রেট খেলোয়াড় ও গ্রেট গোলস্কোরারের মধ্যে পার্থক্য টেনে দিয়ে বলেন, আমার কাছে গ্রেট খেলোয়াড় ও গোলস্কোরারের মধ্যে পার্থক্য রয়েছে। এইজন্যই আপনাকে একটু ভিন্ন ভাবে দেখতেস হবে এবং বিস্তারিত দেখতে হবে। খুব কম মানুষই এটা দেখে। এটা ব্যাখ্যা করা খুব কঠিন কারণ বেশির ভাগ মানুষই তা বুঝবে না। ইএসপিএন এফসি