Sat. May 3rd, 2025
Logo Signature
Agrani Bank
Rupali Bank
Advertisements

3খোলা বাজার২৪ ॥ শুক্রবার, ৯ অক্টোবর ২০১৫ : আজ ঢাকা বিশ্ববিদ্যালয় ও জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ‘খ’ ইউনিট ভর্তি পরীক্ষা। ইতোমধ্যেই ফেসবুকসহ বিভিন্ন গণমাধ্যমে এ দু’টি বিশ্ববিদ্যালয়ের প্রশ্ন ফাঁসের গুজব উঠেছে।
এদিকে, প্রশ্নফাঁসসহ ভর্তি পরীক্ষায় সবধরনের জালিয়াতি প্রতিরোধে প্রথমবারের মতো ঢাকা বিশ্ববিদ্যালয়ে থাকছে ভ্রাম্যমাণ আদালত।
এ ঘটনায় ভর্তিচ্ছু শিক্ষার্থী ও তাদের অভিভাবকরা উদ্বিগ্ন হয়ে পড়েন। তবে প্রশ্ন ফাঁসের গুঞ্জন প্রত্যাখ্যান করে বিশ্ববিদ্যালয় প্রশাসন বলছে, একটি চক্র শিক্ষার্থীদের বিভ্রান্ত করতে এমনটি করেছে।
প্রশ্নফাঁসের বিষয়ে জানতে চাইলে ঢাবি ভারপ্রাপ্ত প্রক্টর অধ্যাপক ড. এ এম আমজাদ গণমাধ্যমকে বলেন, ‘এমন অভিযোগ আমরাও পেয়েছি। বিষয়টি আমরা দেখছি। আমরা সর্বোচ্চ সর্তক রয়েছি। প্রমাণিত হলে তার বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে।’
ভ্রাম্যমাণ আদালতের বিষয়ে তিনি বলেন, ‘কোনো জালিয়াতির ঘটনা ঘটলে তাৎক্ষণিক যেন শাস্তি দেয়া যায়। সেজন্যেই প্রথমবারের মতো এবার আমরা ভ্রাম্যমাণ আদালতের ব্যবস্থা করেছি। ধরা পড়ার সাথে সাথেই আমরা ব্যবস্থা নেবো। আর আমরা তো সতর্ক আছিই।’
এ বিষয়ে জানতে চাইলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভিসি অধ্যাপক আ আ ম স আরেফিন সিদ্দিক গণমাধ্যমকে বলেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষার প্রশ্নপত্র কখনও ফাঁস হয় না। এখানে প্রশ্ন ফাঁসের সুযোগও নেই। একটি চক্র শিক্ষার্থীদের বিভ্রান্ত করে অর্থ হাতিয়ে নেয়ার চেষ্টা করছে। তারাই এ গুঞ্জন রটিয়েছে। আমরা তাদের ব্যাপারে তৎপর।
এদিকে, ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা দিতে ইতোমধ্যেই অধিকাংশ শিক্ষার্থী ক্যাম্পাসে চলে এসেছেন। সকাল ১০ টা থেকে পরীক্ষা শুরু হবে।