খোলা বাজার২৪ ॥ শুক্রবার, ৯ অক্টোবর ২০১৫ : ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) ২০১৫-২০১৬ শিক্ষাবর্ষের ‘খ’ ইউনিটের প্রথম বর্ষ সম্মান শ্রেণীর ভর্তি পরীক্ষা শুক্রবার সকাল ১০টা থেকে শুরু হয়েছে। চলবে ১১টা পর্যন্ত।
এবার বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস ও ক্যাম্পাসের বাইরে মোট ৬৯টি কেন্দ্রে ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হচ্ছে। ‘খ’ ইউনিটে ২২ হাজার ৯৬টি আসনের জন্য আবেদনকারীর সংখ্যা ৩১,১৬৩ জন।
পরীক্ষার হলে ক্যালকুলেটর, মোবাইল ফোন কিংবা টেলিযোগাযোগ করা যায় এমন যে কোনো ইলেকট্রনিক্স ডিভাইস বা যন্ত্র ব্যবহার সম্পূর্ণ নিষিদ্ধ বলে বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দফতর থেকে জানানো হয়েছে।
‘খ’ ইউনিটের ভর্তি পরীক্ষার মাধ্যমে ঢাবির ২০১৫-২০১৬ শিক্ষাবর্ষের প্রথমবর্ষের ভর্তির কার্যক্রম শুরু হলো।
ঢাবি প্রক্টর অধ্যাপক ড. এ এম আমজাদ জানান, এবারের পরীক্ষায় এখন পর্যন্ত কোনো অপ্রীতিকর ঘটনা ঘটেনি।
এদিকে, ভর্তি পরীক্ষায় জালিয়াতি রোধে ঢাকা বিশ্ববিদ্যালয়ে (ঢাবি) প্রথমবারের মতো ভ্রাম্যমাণ আদালতের ব্যবস্থা গ্রহণ করেছে প্রশাসন।
‘খ’ ইউনিটের ভর্তি পরীক্ষার সময় অপরাধমূলক কর্মকাণ্ডের সঙ্গে জড়িতদের তাৎক্ষণিক শাস্তির জন্য বিশ্ববিদ্যালয় প্রাঙ্গণে সার্বক্ষণিকভাবে এই আদালতের কার্যক্রম পরিচালনা করা হবে। এ ছাড়া অনুষ্ঠিতব্য পরবর্তী সবক’টি ইউনিটের ভর্তি পরীক্ষার সময় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করবে প্রশাসন।
এদিকে, বিশ্ববিদ্যালয়ের ২০১৫-১৬ শিক্ষাবর্ষে চারুকলা অনুষদভুক্ত ‘চ’ ইউনিটের অধীনে প্রথম বর্ষ বিএফএ সম্মান শ্রেণীতে ভর্তি পরীক্ষা (সাধারণ জ্ঞান) শনিবার সকালে অনুষ্ঠিত হবে। পরীক্ষা সকাল ১০টা থেকে ১০টা ৪৫ মিনিট পর্যন্ত চলবে। ভর্তি পরীক্ষা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের মোট ৬টি কেন্দ্রে অনুষ্ঠিত হবে। ‘চ’ ইউনিটে ১৩৫টি আসনের জন্য আবেদনকারীর সংখ্যা ৭৩১৯ জন।