খোলা বাজার২৪ ॥ শুক্রবার, ৯ অক্টোবর ২০১৫ : দুর্বৃত্তদের গুলিতে নিহত জাপানি নাগরিক হুসি কোনিওর দাফন শুক্রবার (৯ অক্টোবর) দুপুরে বাদ জুমা রংপুরে সম্পন্ন হবে।
বাদ জুমা নগরীর কেরামতিয়া মসজিদে নামাজে জানাজা শেষে মুন্সিপাড়া কেন্দ্রীয় কবরস্থানে তাকে দাফন করা হবে।
বিষয়টি নিশ্চিত করেছেন রংপুর সিটি করপোরেশনের মেয়র শরফুদ্দিন আহম্মেদ ঝন্টু।
তিনি জানান, জাপান দূতাবাস থেকে বৃহস্পতিবার দুপুরে এক ইমেইল বার্তায় হোসে কোনিওর দাফনের বিষয়ে অনুমতি চাওয়া হয়। ওই বার্তায় উল্লেখ করা হয়, গত ২৭ রমজানে নগরীর মুন্সিপাড়া কাদেরিয়া মসজিদের ইমাম সিদ্দিকুর রহমানের কাছে ইসলাম ধর্ম গ্রহণ করেন তিনি। পরে তার নাম বদলে মো. কিবরিয়া রাখা হয়।
জাপান দূতাবাসের ইমেইল বার্তা সম্পর্কে মেয়র জানান, যেহেতু হোসে কোনিও এখানে ইসলাম ধর্ম গ্রহণ করেছেন, তাই প্রয়োজনীয় কাগজপত্র যাচাই-বাচাই শেষে ইসলামী শরীয়া অনুযায়ী তাকে দাফন করা হবে।
৩ অক্টোবর বেলা পৌনে ১১টার দিকে রংপুরের কাউনিয়া উপজেলার আলুটারিতে দুর্বত্তদের গুলিতে নিহত হন জাপানি নাগরিক হোসে কোনিও।