খোলা বাজার২৪ ॥ শুক্রবার, ৯ অক্টোবর ২০১৫ : বগুড়ার শাজাহানপুরে আগ্নেয়াস্ত্র, গুলি ও ইয়াবাসহ বঙ্গবন্ধু প্রজন্ম লীগের তিন নেতাকে আটক করেছে পুলিশ।
বৃহস্পতিবার দিবাগত রাত ১টার দিকে উপজেলার মাঝিড়া ইউনিয়নের নতুনপাড়া পানির ট্যাংকি এলাকা থেকে তাদের আটক করা হয়।
আটককৃতরা হলেন- জেলা শাখার বঙ্গবন্ধু প্রজন্ম লীগের সহ-সভাপতি সাজেদুর রহমান মুন্না, সাংগঠনিক সম্পাদক শাকিল আহম্মেদ এবং শাজাহানপুর উপজেলা শাখার সাংগঠনিক সম্পাদক শিপন আহম্মেদ। আটককৃত সবার বাড়ি বগুড়ার শাজাহানপুর উপজেলায়।
শাজাহানপুর থানার উপ-পরিদর্শক (এসআই) তাজমিরুল রহমান জানান, বৃহস্পতিবার দিবাগত রাত ১টার দিকে উপজেলার মাঝিড়া ইউনিয়নের নতুনপাড়া পানির ট্যাংকি এলাকা থেকে তাদের আটক করা হয়। এ সময় ঘটনাস্থল থেকে একটি পাইপগান, তিন রাউন্ড কার্তুজ (গুলি), একটি চাকু এবং ৩০ পিস ইয়াবা উদ্ধার করা হয়েছে।