খোলা বাজার২৪ ॥ শুক্রবার, ৯ অক্টোবর ২০১৫ : হবাংলাদেশে দুই বিদেশি নাগরিক খুনের পর এবার পিছিয়ে গেল ‘বাংলাদেশ ট্রাভেল অ্যান্ড ট্যুরিজম ফেয়ার ২০১৫’।
বৃহস্পতিবার ঢাকা রিপোর্টাস ইউনিটিতে এক সংবাদ সম্মেলনে আয়োজকরা এই তথ্য জানান।
দুই বিদেশি খুনের পর এর আগে স্থগিত হয়ে গেছে অস্ট্রেলিয়া ক্রিকেট দল এবং দক্ষিণ আফ্রিকার নারী ক্রিকেট দলের খেলা। স্থগিত হয়েছে তৈরি পোশাকের ক্রেতাদের সংগঠন বায়ার্স ফোরামের একটি বৈঠক। এছাড়া ব্রিটিশ পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুগো সোয়ারের ঢাকা সফরও স্থগিত হয়েছে।