খোলা বাজার২৪ ॥ শুক্রবার, ৯ অক্টোবর ২০১৫ : আফগানিস্তান রাশিয়ার কাছে সামরিক সহায়তার আহ্বান জানিয়েছে। আফগান ভাইস প্রেসিডেন্ট আব্দুর রশিদ দোস্তাম দেশের নিরাপত্তা পরিস্থিতির ক্রম অবনতিতে এই সহযোগিতার আবেদন জানান। খবর আইআরআইবি। তাসনিম সংবাদ সংস্থা জানিয়েছে জেনারেল দোস্তাম দেশের বিভিন্ন এলাকায় তালেবান হামলা বৃদ্ধির প্রেক্ষাপটে উত্তরাঞ্চলীয় প্রতিবেশি দেশগুলো সফর করেছেন। মস্কোর সঙ্গে প্রাচীন সম্পর্কের ভিত্তিতে জেনারেল দোস্তাম বলেছেন, আফগানিস্তানকে সামরিক সহায়তা দিতে রুশ কর্মকর্তাদের দৃষ্টি আকর্ষণ তিনি সক্ষম হবেন বলে তিনি আশাবাদী। সম্প্রতি আফগান ভাইস প্রেসিডেন্ট জেনারেল দোস্তাম রাশিয়া ও চেচেন সফর করেন। ওই সফরে তিনি দু’দেশের সামরিক ও সরকারি কর্মকর্তাদের সঙ্গে সাক্ষাৎ করেন। রুশ প্রতিরক্ষামন্ত্রী সের্গেই শোইগু’র সঙ্গে সাক্ষাতকালে দোস্তাম সন্ত্রাসবাদ মোকাবেলা বিশেষ করে আফগানিস্তানকে অস্ত্রশস্ত্র দিয়ে সাহায্য করার বিষয়ে আলোচনা করেন।