খোলা বাজার২৪ ॥ শুক্রবার, ৯ অক্টোবর ২০১৫ : ইহুদি বসতিতে পাথর নিক্ষেপের অভিযোগে ফিলিস্তিনের চার শিশুকে জরিমানাসহ কারাদন্ড দিয়েছে ইসরাঈলের কেন্দ্রীয় আদালত। এ চার শিশু বাইতুল মোকাদ্দাসের ইনকিলাব কলোনীর অধিবাসী। তাদের প্রত্যেকের বয়স ১৩-১৫ এর ভেতর। মানবাধিকার কর্মী ও আইনজীবী মুহাম্মদ মাহমুদ বলেন, ইসরাঈল খালেদ মাসুদাকে ২০ মাস এবং ২৫০০ শেকল জরিমানা করেছে। আশরাফ গাইসকে (১৫) ১৫ মাসের সাজা ও জারিমানা, জিয়াদুন নাতাশাকে সাড়ে ১৬ মাস এবং রামিন নাতাশাকে ১৫ মাসের জরিমানা করে। এ চার শিশুকে গত ১১ মে ২০১৫ কারাগারে নেওয়া হয়। তাদের নামে ইহুদি বসতির ওপর পাথর নিক্ষেপের অভিযোগ আনা হয়েছিল। সূত্র : দৈনিক পাকিস্তান।