খোলা বাজার২৪ ॥ শুক্রবার, ৯ অক্টোবর ২০১৫ : বাংলাদেশের সম্মান যখন সারা বিশ্বে ছড়িয়ে পড়ছে তখন দেশের ভাবমুর্তি নষ্ট করার জন্য একটি চক্রান্তকারী দল দুই বিদেশি নাগরিক হত্যা করে দেশকে জঙ্গি রাষ্ট্রে পরিণত করার চেষ্টা করছে বলে মন্তব্য করেন মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আ.ক.ম মোজাম্মেল হক।
শুক্রবার সকালে জাতীয় প্রেস ক্লাবে মুজিব সেনা ঐক্য লীগের আয়োজনে প্রধানমন্ত্রী শেখ হাসিনার পরিবেশ পুরস্কার ‘চ্যাম্পিয়ন অব দ্য আর্থ’ ও তথ্য প্রযুক্তিতে আইসিটি টেকসই উন্নয়ন পুরস্কার অর্জনের জন্যে এক আনন্দ র্যালি পরবর্তী সভায় তিনি এ কথা বলেন।
আ.ক.ম মোজাম্মেল হক বলেন, শেখ হাসিনা মানুষের জন্য গৌরব বয়ে নিয়ে এসেছে। দেশের জন্য গৌরব শুধু শেখ হাসিনাই আনতে পারে। এ পর্যন্ত শেখ তিনি ১৭টি আন্তর্জাতিক পুরস্কারে ভূষিত হয়েছেন। এসব অর্জন শুধু শেখ হাসিনার না দেশেরও।
বাংলাদেশ জঙ্গি রাষ্ট্রে পরিণত করা হচ্ছে বলে তিনি বলেন, বিএনপি-জামায়ত দেশকে অকার্যকর রাষ্ট্র বানানোর জন্য হরতাল-অবরোধ দিয়েছিল। নিরীহ মানুষদের হত্যা করেছিল। কিন্তু তারা সফল হতে পারেনি। আনন্দ র্যালি উদ্ভোধন করেন খাদ্যমন্ত্রী অ্যাডভোকেট কামরুল ইসলাম।
র্যালিতে উপস্থিত ছিলেন, বরেণ্য কন্ঠ শিল্পী আব্দুল জব্বার, দিলরুবা খান, মুজিব সেনা ঐক্য জোটের কেন্দ্রীয় কমিটির সভাপতি এইচ.এম. আসাদ, সাধারণ সম্পাদক ইয়াহিয়া খান কুতুবী প্রমুখ।