খোলা বাজার২৪ ॥ শুক্রবার, ৯ অক্টোবর ২০১৫ : মুক্তিযোদ্ধা মন্ত্রণালয়ের অধীন তেজগাঁও শুটিং কমপ্লেক্সের নিরাপত্তাকর্মী মোস্তাক আহমেদকে ডিবি পুলিশ পরিচয়ে অপহরণ করা হয়েছে বলে অভিয়োগ উঠছে। গত ৫ অক্টোবর সন্ধ্যায় তাকে পুলিশের সাদা পোশাকের একটি দল ধরে নিয়ে যায় বলে তার পরিবারের অভিযোগ।
এদিকে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের কোন সূত্রই মোস্তাক সম্পর্কে গ্রেফতার কোন তথ্য জানাতে পারেনি।
স্থানীয় সূত্র জানায় মোস্তাকের দুই মেয়ে রয়েছে। শুটিং কমপ্লেক্সের পাশেই ফুটপাতেই স্ত্রী ও সন্তানদের নিয়ে থাকেন তিনি। স্বল্প আয়ের এই লোকটি কোন রাজনৈতিক দলের কর্মী নয়। তাছাড়া তার বিরুদ্ধে মাদক ব্যবসার অভিযোগ নেই। তবে কেন তাকে ধরে নিয়ে গেল তা জানাতে পারেনি স্থানীয়রা। নাকি ডিবি পরিচয়ে তাকে অপহরণ করা হয়েছে এমন আশঙ্কা করছেন স্থানীয়রা।
অপরদিকে মোস্তাকের স্ত্রী সংশ্লিষ্ট থানা পুলিশ, নিকটস্থ র্যাব কার্যালয়সহ বিভিন্ন দফতরের দ্বারে দ্বারে ঘুরেও পাচ্ছেননা মোস্তাকের সন্ধান। এ ব্যাপারে সংশ্লিষ্ট আইন প্রয়োগকারি সংস্থার হস্তক্ষেপ কামনা করেছেন।