খোলা বাজার২৪ ॥ শুক্রবার, ৯ অক্টোবর ২০১৫ : ঢাকার দক্ষিণ কেরাণীগঞ্জ থানাধীন ঢাকা-মাওয়া সড়ক এলাকায় বৃহস্পতিবার দুপুরে অভিযান চালিয়ে কষ্টিপাথরের একটি বিষ্ণু মূর্তি উদ্ধার করেছে র্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)। এ ঘটনায় র্যাব ৭ জনকে আটক করেছে।
র্যাব সদর দফতরের আইন ও গণমাধ্যম শাখার সিনিয়র সহকারী পরিচালক মাকসুদুল আলম এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি জানান, র্যাব-১০ এর একটি দল বৃহস্পতিবার দুপুরে ঢাকা জেলার দক্ষিণ কেরানীগঞ্জ থানাধীন ঢাকা-মাওয়া প্রধান সড়ক এলাকায় অভিযান চালিয়ে বিষ্ণু মূর্তিটি উদ্ধার করে। এ সময় ৭ জনকে আটক করা হয়।
আটকরা হলেন- এবিএম জাকারিয়া (৪২), মো. আসাদ উদ্দিন (৪৮), মো. মতিয়ার রহমান (৪৫), মো. খোকন (৪২), আব্দুল মান্নান (৪৮), মো. মাসুম (২২) ও আব্দুল মান্নান (৪৭)।
তিনি জানান, মুর্তিটির ওজন ১১৬ কেজি। আটকদের বিরুদ্ধে ১৯৭৪ সালের বিশেষ ক্ষমতা আইনে মামলা করা হয়েছে।