Wed. Mar 12th, 2025
Logo Signature
Agrani Bank
Rupali Bank
Advertisements

খোলা বাজার২৪ ॥ রবিবার, ১১ অক্টোবর ২০১৫ পাবনা সদর থানার মনোহরপুর গ্রাম থেকে ইসলামী ছাত্র 5শিবির পাবনা শহর শাখার সেক্রেটারি বদিউজ্জামানকে (২৩) নাশকতার মামলায় গ্রেপ্তার করেছে পুলিশ। শনিবার রাত সাড়ে ১১টার দিকে নিজ বাড়ি থেকে তাকে গ্রেফতার করা হয়। পাবনা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল্লাহ আল হাসান গণমাধ্যমকে জানান, বিএনপি-জামায়াতের অবরোধ-হরতাল চলাকালে পাবনা-ঈশ্বরদী মহাসড়কের সদর উপজেলার মনোহরপুর, গাছপাড়া, মালিগাছা, মজিদপুরসহ বিভিন্ন স্থানে রাস্তার পাশে সরকারি গাছ কেটে সড়ক অবরোধ, বিক্ষোভ, টায়ারে অগ্নিসংযোগ, যানবাহন ভাঙচুর, নাশকতাসহ বিভিন্ন মামলায় তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত বদিউজ্জামান সদর উপজেলার মনোহরপুর গ্রামের মৃত ইয়াছিন আলী মাস্টারের ছেলে।