কামরুল হাসান, ঠাকুরগাঁও, খোলা বাজার২৪ ॥ রবিবার, ১১ অক্টোবর ২০১৫ : ঠাকুরগাঁও শহরের ১৮নং শুখানপুরী ইউনিয়নের কালিগাঁও ডিহার্ট প্রাইমারী স্কুল ও উচ্চ বিদ্যালয়ের মেইন গেট ও পার্ক উদ্বোধন ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
আজ সকাল ১১ ঘটিকায়, ঠাকুরগাঁও জেলার শুখানপুর ইউনিয়নের ১৮নং কালিগাঁও ডিহার্ট প্রাইমারী স্কুলের মেইন গেট ও পার্ক উদ্বোধন করেছে ঠাকুরগাঁও জেলা প্রসাশক মূকেশ চন্দ্র বিশ্বাস।
শুখানপুর ইউনিয়নের চেয়ারম্যান ফয়জুল হক প্রধান পলাশের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন ঠাকুরগাঁও জেলা প্রসাশক মূকেশ চন্দ্র বিশ্বাস, উপজেলা নির্বাহী অফিসার আশরাফুল ইসলাম, ডিএফ কামরুল হাসানসহ আরো অনেকে।
এদিকে ১৮নং শুকানপুকুরি ইউনিয়নে নতুন মার্কেট উদ্বোধন করেন জেলা প্রসাশক এসময় উপস্থিত ছিলেন শুখানপুর ইউনিয়নের চেয়াম্যান ফয়জুল হক প্রধান পলাশসহ এলাকার গণ্যমান্য ব্যক্তি বর্গ ও সাধারণ জনগন।
একই দিনে, ঐ ইউনিয়নের লাউথুতি উচ্চ বিদ্যালয়ের নতুন ভবন নির্মান ও বেঞ্জ সরবরাহ প্রকল্পের শুভ উদ্বোধন করেছেন তিনি। এই প্রকল্পের অর্থায়নে ছিলেন এলসিএসপি ২ ঠাকুরগাঁও সদর। একই দিনে এক ইউনিয়নে তিন তিনটি উন্নয়ন প্রকল্পের কাজে জেলা প্রশাসকের উপস্থিতিকে সাধারণ মানুষ সাদুবাদ জানিয়েছে।