Fri. May 2nd, 2025
Logo Signature
Agrani Bank
Rupali Bank
Advertisements

35খোলা বাজার২৪ ॥ রবিবার, ১১ অক্টোবর ২০১৫ : গাজীপুরের ভাওয়াল রেলওয়ে স্টেশনের কাছে রেল লাইনের উপর দিয়ে রাস্তা পার হওয়ার সময় ট্রেনের ধাক্কায় অজ্ঞাতপরিচয় এক যুবকের মৃত্যু হয়েছে।
রোববার সকালে স্টেশনের দক্ষিণ দিকে এ দুর্ঘটনা ঘটে বলে জয়দেবপুর রেলওয়ে পুলিশ ফাঁড়ির এএসআই মো. দাদন মিয়া জানান।
নিহত যুবকের বয়স আনুমানিক ১৯ বছর। তার পরনে ছাই রংয়ের টি শার্ট ও প্যান্ট ছিল।
স্থানীয়দের বরাত দিয়ে দাদন মিয়া বলেন, “ট্রেনের ধাক্কায় মাথা ফেটে ওই যুবক ঘটনাস্থলেই মারা যায়।”
পরে সকাল সাড়ে ৭টার দিকে পুলিশ লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠায়।
এএসআই দাদন মিয়া বলেন, যেখানে দুর্ঘটনা ঘটেছে সেটি রেল কর্তৃপক্ষের অনুমোদিত কোনো ক্রসিং নয়। এলাকাবাসী নিজেদের চলাচলের জন্য ১০ ফুট চওড়া ইটের রাস্তা বানিয়ে পারাপারের কাজে ব্যবহার করে আসছে। দুই পাশে সতর্কবার্তা লেখা সাইনবোর্ডও দিয়েছে।