Fri. May 2nd, 2025
Logo Signature
Agrani Bank
Rupali Bank
Advertisements

খোলা বাজার২৪ ॥ রবিবার, ১১ অক্টোবর ২০১৫ : অর্থ ও পরিকল্পনা প্রতিমন্ত্রী এম এ মান্নান 50জানিয়েছেন, জঙ্গি ও সন্ত্রাসে অর্থায়ন প্রতিরোধে বাংলাদেশের কার্যক্রমে সন্তুষ্টি প্রকাশ করেছে ঢাকায় সফররত এশিয়া প্যাসিফিক গ্রুপ অন মানি লন্ডারিং (এপিজি) প্রতিনিধি দল। তিনি জানান, জঙ্গি ও সন্ত্রাসে অর্থায়ন প্রতিরোধে দিকনির্দেশনা, নীতি প্রণয়ন ও বাস্তবায়নের লক্ষ্যে গঠিত জাতীয় সমন্বয় কমিটির বৈঠকে প্রতিনিধি দলটি এ সন্তুষ্টির কথা জানায়। সচিবালয়ে রবিবার সকালে জাতীয় সমন্বয় কমিটির বৈঠক শেষে অর্থ ও পরিকল্পনা প্রতিমন্ত্রী এম এ মান্নান সাংবাদিকদের এ কথা জানান। প্রতিমন্ত্রী বলেন, ‘প্রতিনিধি দলটি ১১ দিনের সফরে এসেছেন। এশিয়া প্যাসিফিক গ্রুপ অন মানি লন্ডারিংয়ে দলটি ১১-২২ অক্টোবর ২০১৫ মেয়াদে মিউচুয়াল ইভালুয়েশনের অন সাইট ভিজিট সম্পের্কে আলোচনা করেছে।’ তিনি বলেন, ‘আমরা বাংলাদেশের বর্তমান অবস্থান তুলে ধরেছি। প্রাথমিকভাবে এ অবস্থান তাদের কাছে ভাল লেগেছে। তারা কোনো শঙ্কার কথা জানায়নি। তবে কিছু ঘাটতি ও সক্ষমতার অভাব রয়েছে, যা তারা জানে। আমরা বলেছি, তা শিগগিরই পূরণ করতে চেষ্টা করব।’ প্রতিমন্ত্রী বলেন, ‘মানি লন্ডারিং বিষয়ে দুর্নীতি দমন কমিশন ও পুলিশের সিআইডি বিভাগের মধ্যে মাঝে মধ্যে ওভার ল্যাপিং হয়ে থাকে। এ বিষয়টি আরও পরিষ্কার করতে দুই বিভাগকে শক্তিশালী করার বিষয়ে কাজ চলেছে বলে জানানো হয়েছে।’ বিদেশী নাগরিক হত্যার বিষয়ে এ বৈঠকে কোনো আলোচনা হয়েছে কিনা সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে অর্থ ও পরিকল্পনা প্রতিমন্ত্রী বলেন, ‘সাম্প্রতিক সময়ে বিদেশী নাগরিক হত্যার ঘটনা আইনশৃঙ্খলার বিষয়। আর আজকের (রবিবার) বিষয় জঙ্গি অর্থায়ন। ফলে এ বিষয়ে কোনো আলোচনা হয়নি। তাদের পক্ষ থেকেও কোনো প্রশ্ন তোলা হয়নি।