খোলা বাজার২৪ ॥ রবিবার, ১১ অক্টোবর ২০১৫ : নারায়ণগঞ্জের পঞ্চবটিতে পার্ক নির্মাণ, দোকান ও ফ্ল্যাট বরাদ্দসহ কয়েকটি অনিয়মের জন্য আগামী মাসের ১০ থেকে ১৫ তারিখের মধ্যে নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের মেয়র ডা. সেলিনা হায়াৎ আইভীকে তলব করবে দুর্নীতি দমন কমিশন (দুদক)। আজ রবিবার দুদক কমিশনার ড. নাসির উদ্দিন আহমেদ বিডি টুযেন্টি ফোর লাইভকে জানান, আমরা অনেক আগে থেকেই মেয়র আইভির বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ অনুসন্ধান করছি। আমাদের কাছে সব তথ্য আসলে আগামী মাসের মাঝামাঝি তাকে জিজ্ঞাসাবাদের জন্য তলব করা হবে। দুদক সূত্রে জানা যায়, আইভির বিরুদ্ধে দুর্নীতি ও অনিয়মের বিষয়ে প্রথমে জাতীয় সংসদে অভিযোগ তোলেন সংসদ সদস্য শামীম ওসমান। তার অভিযোগের ভিত্তিতে স্থানীয় সরকার মন্ত্রণালয় গত ৬ এপ্রিল এ সংক্রান্ত তদন্ত টিম গঠন করে। কিন্তু তারা আপারগতা দেখিয়ে পরে দুদকের কাছে চিঠি পাঠায়। এরই পরিপ্রেক্ষিতে দুদক মেয়র ডা. সেলিনা হায়াৎ আইভীর দুর্নীতির অনুসন্ধান শুরু করে। দুদকে আসা প্রতিবেদনে বলা হয়েছে, আইন অনুযায়ী সিটি করপোরেশনের কর্মকর্তা-কর্মচারী বা তাদের স্ত্রীরা যথাযথ কর্তৃপক্ষের অনুমতি ছাড়া ব্যবসায়িক কর্মকাণ্ডে অংশীদার হতে পারেন না। কিন্তু ফতুল্লার পঞ্চবটিতে বিনোদন পার্ক নির্মাণকারী প্রতিষ্ঠান জুলফিয়া ইন্টারন্যাশনালের দুজন অংশীদারের একজন স্বামীর তথ্য গোপন করে বাবার নাম ব্যবহার করেন অথচ তার স্বামী সিটি করপোরেশন কর্মরত ছিল। তাছাড়া মেয়রের বিরুদ্ধে সিটি কর্পোরেশনের বিভিন্ন মার্কেটে দোকান ও ফ্ল্যাট বরাদ্দে অনিয়ম এবং স্বজনপ্রীতির আশ্রয় নেয়ার অভিযোগও আনা হয়। তবে দুদক কর্মকর্তারা বলছেন, অনুসন্ধান শেষে জিজ্ঞাসাবাদের পর জানা যাবে মেয়র আইভির বিরুদ্ধে সব অভিযোগ সত্য কি না তার আগে কিছুই বলা সম্ভব নয়।