খোলা বাজার২৪ ॥ রবিবার, ১১ অক্টোবর ২০১৫ : রংপুরে মাহিগঞ্জের আলুটারী এলাকায় জাপানি নাগরিক হোসি কোনিও হত্যাকা-ের ঘটনাস্থল থেকে পরিত্যক্ত একটি তাজা গুলি উদ্ধার করেছে পুলিশ। হোসি কোনিও নিহতের ৯ দিন পর রোববার দুপুর আড়াইটার দিকে পরিত্যক্ত অবস্থায় গুলিটি পুলিশের নজরে আসলে তা উদ্ধার করে নিয়ে আসা হয়। কাউনিয়া থানার ওসি(তদন্ত) মামুনুর রশিদ খবরের সত্যতা নিশ্চিত করেছেন। এর আগে রংপুর জেলা প্রশাসকের দপ্তরে হোসি কোনিও’র মামলার অগ্রগতি ও লাশ হস্তান্তর নিয়ে জাপানি দূতাবাসের ৩ সদস্য জেলা প্রশাসক রাহাত আনোয়ারের সঙ্গে প্রায় ঘন্টাব্যাপী বৈঠক করেছেন। বৈঠকের বিষয়ব¯‘ সম্পর্কে কিছু জানায়নি প্রতিনিধি দল। বৈঠক শেষে প্রতিনিধি দলের দায়িত্বে থাকা অতিরিক্ত জেলা পুলিশ সুপার আব্দুল্লাহ আল ফারুক এ বৈঠককে সৌজন্য সাক্ষাত বলে জানান। জেলা প্রশাসক রাহাত আনোয়ার গণমাধ্যমকমীদের বলেন, প্রতিনিধি দল সহায়তা চেয়েছেন। তাদের প্রতিশ্রুতি দেয়া হয়েছে।