খোলা বাজার২৪ ॥ রবিবার, ১১ অক্টোবর ২০১৫ : আসরে টিকে থাকতে হলে এ ম্যাচে জয়ের কোনো বিকল্প ছিলো না ডাচদের সামনে। আর সে কাজটিই করলেন পার্সি-স্নাইডাররা। কাজাখাস্তানের বিপক্ষে ২-১ গোলের জয় পেয়ে অবশেষে ২০১৬ ইউরো বাছাইপর্বের স্বপ্নটা বাঁচিয়ে রাখলো নেদারল্যান্ডস। আগামী বছর ফ্রান্সে অনুষ্ঠিত ইউরো চ্যাম্পিয়নসশীপে অংশগ্রহণের পথে এখন অনেকটাই এগিয়ে ডাচরা। কাজাখাস্তানের মাঠ আস্তানা অ্যারিনায় এ ম্যাচটি গুরুত্বপূর্ণ ছিল তারকা ফুটবলার রবিন ফন পার্সির জন্য। এ ম্যাচে ফেরেনবাখের এ স্ট্রাইকার ডাচ জাতীয় দলের হয়ে নিজের ১০০তম ম্যাচ খেলতে নেমেছিলেন। যদিও দলের জয়ের রাতে তিনি গোল পাননি। অরেঞ্জদের জয়ে দারুণ ভূমিকা রাখেন অভিজ্ঞ ফুট ওয়েসলি স্নাইডার। তবে ম্যাচের ৩৩ মিনিটে জিওর্জিনিও উইজনালদামে গোলে লিড পায় দলটি। আর ম্যাচের ৫০ মিনিটে লিড দ্বিগুন করেন স্নাইডার। তবে খেলার নির্ধারিত সময়ের পর অতিরিক্ত সময়ে (৯৫) কাজাখ ফুটবলার ইসলামাবেক কুয়াট গোল করে শুধুমাত্র ব্যবধানই কমান। খেলার বাকি সময় আর কোন গোল না হলে শেষ ২-১ গোলের জয় নিয়েই মাঠ ছাড়ে ড্যানি ব্লাইন্ডের শিষ্যরা। এদিকে গ্রুপ ‘এ’তে সবচেয়ে শক্তিশালী দল হয়ে হুমকির মুখে রয়েছে নেদারল্যান্ডস। ৯ ম্যাচ শেষে দলটির সংগ্রহ ১৩ পয়েন্ট, অবস্থান ৪র্থ।