খোলা বাজার২৪ ॥ রবিবার, ১১ অক্টোবর ২০১৫ : অসামাজিক কার্যকলাপের অভিযোগে ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলার শিবনগর গ্রাম থেকে রোববার সকালে শফিকুল ইসলাম (২৭) ও শামীমা খাতুন (২০) নামের দুইজনকে আটক করে পুলিশে সোপর্দ করেছে এলাকাবাসী। শফিকুল ইসলাম ঝিনাইদহ সদর উপজেলার কলমনখালী গ্রামের বাবর আলীর ছেলে ও শামীমা খাতুন বদনপুর গ্রামের আব্দুল বারী মন্ডলের মেয়ে। কালীগঞ্জ থানার ওসি আনোয়ার হোসেন জানান, বেশ কয়েকদিন যাবত শফিকুল ইসলাম ও শামীমা খাতুন নিজেদের স্বামী স্ত্রী পরিচয় দিয়ে কালীগঞ্জ শহরের বিহারী মোড় এলাকার নুরুল ইসলামের বাড়ীতে ভাড়া থাকতো। তাদের চলাফেরায় এলাকাবাসীর সন্দেহ হয়। এলাকাবাসী তাদের ব্যাপারে খোঁজখবর নিয়ে জানতে পারে তারা স্বামী স্ত্রী নয়। পরে রোববার সকালে তাদের আটক করে পুলিশে খবর দেয়।