Thu. Mar 13th, 2025
Logo Signature
Agrani Bank
Rupali Bank
Advertisements

খোলা বাজার২৪ ॥ রবিবার, ১১ অক্টোবর ২০১৫ :যুক্তরাষ্ট্রের স্ট্যানফোর্ড বিশ্ববিদ্যালয় থেকে 66রাজনীতিতে উ”চতর ডিগ্রি লাভের জন্য যুক্তরাজ্য ছেড়ে ক্যালিফোর্নিয়া যাওয়ার সিদ্ধান্ত নিয়েছেন সবচেয়ে কম বয়সী নোবেল বিজয়ী মালালা ইউসুফজাই। পাকিস্তানের সোয়াত এলাকায় তালেবান জঙ্গিদের গুলিতে মাথায় আঘাত পাওয়া মালালা চিকিৎসার জন্য যুক্তরাজ্য যান। বর্তমানে তিনি সপরিবারে সেখানেই অবস্থান করছেন। সানডে টাইমসের এক প্রতিবেদনে বলা হয়েছে, ১৮ বছর বয়সী মালালা ইতোমধ্যেই ক্যালিফোর্নিয়ার আইভি লীগ বিশ্ববিদ্যালয় ঘুরে এসেছেন। তার পিতা জিয়াউদ্দিন গণমাধ্যমকে জানিয়েছেন, মালালার জন্য প্রধান সমস্যা হলো সেখানকার আবহাওয়া। তিনি বলেন, ‘সেখানে ৩৬৫ দিনের মধ্যে ৩০০ দিনই গরম থাকে, যা যুক্তরাজ্যে ভাবাই যায় না।’ মালালা বর্তমানে বার্মিংহামে ইতিহাস, অংক, ধর্ম ও ভূগোল বিষয়ে এ-লেভেল করছেন। এ- লেভেল শেষ করেই তিনি বিশ্ববিদ্যালয়ে ভর্তি হবেন। তবে পড়াশোনার জন্য স্ট্যানফোর্ড তার প্রথম পছন্দ হলেও পছন্দের তালিকা থেকে তিনি অক্সফোর্ডকেও বাদ দেননি। এর মধ্যেই তিনি ইন্ডিপেন্ডেন্ট গার্লস স্কুলের একজন শিক্ষককে সঙ্গে নিয়ে সে বিশ্ববিদ্যালয়ও ঘুরে এসেছেন। পড়াশোনা শেষ করার পর পাকিস্তানে ফিরে আসতে চান মালালা এবং রাজনীতির সঙ্গে সম্পৃক্ত হতে চান। তার এই আকাক্সক্ষা পূরনের জন্য অক্সফোর্ড থেকে দর্শন, রাজনীতি ও অর্থনীতি বিষয়ে ডিগ্রি নেওয়াটাও মন্দ হবে না। তার পিতা সানডে টাইমসকে বলেছেন, ‘মেয়ে একদিন আমাকে স্কুলে ডেকে বললো আমি খেলতে যাচ্ছি। আমি স্কার্ফ খুব পছন্দ করি। কিন্তু খেলার সময় এটা পরা একটা সমস্যা। আমি তাকে বললাম এটা তোমার স্কার্ফ। তোমার ভালো লাগলে পরবে, ভালো না লাগলে পরবে না।’ সূত্র : আউটলুক