খোলা বাজার২৪ ॥ রবিবার, ১১ অক্টোবর ২০১৫ : দুর্নীতি দমন কমিশনে (দুদক) সচিব পর্যায়ে রদবদল করা হয়েছে। নতুন সচিব হিসেবে আবু মো. মোস্তফা কামালকে নিয়োগ দেয়া হয়েছে । অন্যদিকে দুদক’র সচিব মাকসুদুল হাসান খানকে মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের সচিব হিসেবে নিয়োগ দেয়া হয়েছে। রবিবার জনপ্রশাসন মন্ত্রণালয়ের দুটি আলাদা প্রজ্ঞাপনে এই নিয়োগ ও বদলির কথা জানানো হয়। আবু মো. মোস্তফা কামাল দুদকের মহাপরিচালক হিসেবে আগে থেকেই দায়িত্ব পালন করছিলেন। দুদক’র বর্তমান সচিব মাকসুদুল হাসান খানকে প্রত্যাহারের জন্য দুদক চেয়ারম্যানের আধা সরকারি পত্র (ডিও লেটার) পাঠানোর ৫ মাস পর তাকে বদলি করা হয়েছে। দুদকে পদোন্নতিকে কেন্দ্র করে কমিশন ও সচিবের মধ্যে দ্বন্দ্ব দেখা দেয়। পরে গত ১১ মে দুদকের চেয়ারম্যান মো. বদিউজ্জামান সচিব মাকসুদুল হাসান খানকে প্রত্যাহারের জন্য জনপ্রশাসন মন্ত্রণালয়ে ডিও লেটার পাঠান। চিঠিতে সচিবের বিরুদ্ধে কমিশনের ভাবমূর্তি ক্ষুণœ করা, কর্মকর্তা-কর্মচারীদের মধ্যে বিভেদ তৈরি, কাজে উদাসীনতা এবং কমিশনের কাজে বিঘœ সৃষ্টি করাসহ বিভিন্ন অভিযোগ উল্লেখ করা হয়।