খোলা বাজার২৪ ॥ রবিবার, ১১ অক্টোবর ২০১৫ : একদিকে পাতানো ম্যাচের কেলেঙ্কারি অন্যদিকে আইপিএল’এ পাকিস্তানি ক্রিকেটারদের উপর নিষেধাজ্ঞা, সব মিলিয়ে সময়টা মোটেই ভালো যাচ্ছে না পাকিস্তানি পেসার মোহাম্মদ আমিরের। তবে নিষিদ্ধ হলেও কোনো অংশেই থেমে নেই তাদের খেলা অনুশীলন। আর তারই ধারাবাহিকতায় আবারো ক্রিকেটে ফিরেছেন ম্যাচ পাতানোর অভিযোগে নিষিদ্ধ থাকা পাকিস্তানি বোলার মোহাম্মদ আমির। তবে ঘরোয়া ক্রিকেটে পূর্ণরূপে ফিরলেও, আন্তর্জাতিক ক্রিকেটে এখনো সুযোগ হয়ে ওঠেনি তার। তবে বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) হাত ধরে স্বপ্নের পথে আরো একধাপ এগোতে চলেছেন এই পেসার। এরই মধ্যে নিষেধাজ্ঞা কাটিয়েছেন পাকিস্তানের অন্যতম সেরা এই পেসার। আন্তর্জাতিক ক্রিকেটে ফেরা হয়নি এখনো। তবে দেশের ঘরোয়া ক্রিকেটসহ বিদেশের ঘরোয়া ক্রিকেটেও সুযোগ পাচ্ছেন তিনি। কদিন আগেই কাউন্টি খেলার সম্ভাবনা থাকলেও, শেষপর্যন্ত তা আর হয়ে ওঠেনি। তবে আশার আলো দেখাচ্ছে বিপিএল। বিপিএলের টেকনিক্যাল কমিটির সদস্য খালেদ মাহমুদ সুজন জানিয়েছেন, ‘বিপিএলে পাকিস্তানি ক্রিকেটারদের মধ্যে যারা খেলার আগ্রহ প্রকাশ করেছে তাদের মধ্যে আমিরও রয়েছেন। আমির এখন ঘরোয়া ক্রিকেটে খেলছে, তাই বিপিএলে খেলার ব্যাপারে কোন সমস্যা নেই।’ তবে আমিরকে খেলাতে ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিলের (আইসিসি) অনুমতির প্রয়োজন হতে পারে। এক্ষেত্রে ব্যবস্থাটা করতে হবে আগ্রহী ফ্র্যাঞ্চাইজিকেই। সুজন বললেন, ‘যদি আইসিসির ছাড়পত্র প্রয়োজন হয়, তাহলে আগ্রহী ফ্র্যাঞ্চাইজি এ ব্যাপারে আইসিসিকে অবগত করে, আমিরকে খেলাতে পারবে।’ আসছে নভেম্বরের ২১ তারিখ থেকে মাঠে গড়াবে বিপিএলের তৃতীয় আসর। তার আগে ১৯ তারিখে উদ্বোধনী অনুষ্ঠিত হবে।