খোলা বাজার২৪ ॥ রবিবার, ১১ অক্টোবর ২০১৫ দেশের বর্তমান সংকটজনক পরিস্থিতি থেকে বেরিয়ে আসতে হলে জাতীয় সরকার গঠন করতে হবে বলে মনে করেন সাবেক রাষ্ট্রপতি বিকল্পধারা বাংলাদেশের প্রেসিডেন্ট অধ্যাপক এ কিউ এম বদরুদ্দোজা চৌধুরী। আজ রবিবার রাজধানীর বারিধারায় তার বাড়িতে বিকল্পধারা আয়োজিত এক অনুষ্ঠানে প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রতি এ আহ্বান জানান। তিনি প্রধানমন্ত্রীকে উদ্দেশ্য করে বলেন ‘ঘুমালে চলবে না, একচোখা নীতি ছাড়তে হবে’। বি. চৌধুরী বলেন, ‘জাতীয় সরকারে বর্তমান সংসদের লোকজনকে অন্তর্ভুক্ত করা যাবে না। কারণ, এ সংসদের লোকজন জনগণের ভোটে নির্বাচিত নন।’ দেশে আইএসের অস্তিত্ব আছে কি না, তা সুস্পষ্ট করার জন্যও তিনি সরকারের প্রতি দাবি জানান। অনুষ্ঠানে বক্তব্য রাখেন—বিকল্পধারার মহাসচিব মেজর (অব.) আবদুল মান্নান, অধ্যাপক আবু মোজাফফর আহমেদ, ইঞ্জিনিয়ার মো. ইউসুফ, শাহ আহম্মেদ বাদল, বেগ মাহাতাব, সাহিদুর রহমান, মাহবুব আলী, জানে আলম হাওলাদার, আইনুল হক, আসাদুজ্জামান বাচ্চু, মাহফুজুর রহমান, বিএম নিজাম, সাইফুল ইসলাম শোভন, শহীদুল হক ভূইয়া ও মামুনুর রশিদ প্রমুখ।