খােলা বাজার২৪, রবিবার, ১১ অক্টোবর ২০১৫ : আজ পিরোজপুর জেলায় রাজিব আহসান মুক্তি পরিষদের ডাকা প্রতীবাদ সভা ও বিক্ষোভ মিছিল পুলিশের বাদার কারনে প্রতীবাদ সভা ও বিক্ষোভ মিছিল পন্ড হয়েযায়।
পরে রাজিব আহসান মুক্তি পরিষদের আহ্বায়ক ও (জেলা ছাত্রদলের প্রস্তাবিত সভাপতি প্রার্থী) বর্তমান পৌর ছাত্রদলের ভারপ্রাপ্ত সভাপতি এম ডি বদিউজ্জামান শেখ রুবেলের নেতৃত্বে সাংবাদিক সম্মেলন করে কেন্দ্রীয় ছাত্রদলের সভাপতি রাজিব আহসানের মুক্তির দাবি জানায়। এসমায় আরো উপস্থিত ছিল, পিরোজপুর জেলায় রাজিব আহসান মুক্তি পরিষদের সদস্য সচিব মোঃ রাজিব শেখ সাদ্দাম, যুগ্ন- আহ্বায়ক ইমরুল কায়েস, পরাগ নুর, এস এ রিজভী, অভিন মোল্লা, শুভ হাওলাদার প্রমুখ।
সাংবাদিক সম্মেলনে আরো বলেন, বিএনপি যাতে রাজপথে আন্দোলন সংগ্রাম করতে না পারে তাই সরকার ছাত্রদলের কেন্দ্রীয় সভাপতি রাজিব আহসানের বিরুদ্ধে মিথ্যা বানোয়াট মামলা দিয়ে তাকে গ্রেফতার করেছে সরকার, আমরা পিরোজপুর জেলায় রাজিব আহসান মুক্তি পরিষদ কেন্দ্রীয় ছাত্রদলের সভাপতি রাজিব আহসানের অভিলম্বে নিঃশর্ত মুক্তির দাবি জানাই।