খোলা বাজার২৪ ॥ সোমবার, ১২ অক্টোবর ২০১৫, আমতলী, বরগুনা : তালতলীতে ৩ গাাঁজা ব্যবসায়ীকে জেলহাজতে প্রেরন করা হয়েছে। শুক্রবার রাতে পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে কারিতাস ভবনের সামনে অভিযান চালিয়ে গাঁচাসহ এদেরকে আটক করেছে পুলিশ। এরা হলেন উপজেলার গেন্ডামারা গ্রামের ইব্রাহিম হাং (৩০), জলিল খান (৩২) ও বরগুনার গাজী মাহমুদ এলাকার ইউনুছ ঘরামী (২৮) এব্যপারে থানায় মামলা হয়েছে।