খোলা বাজার২৪ ॥ সোমবার, ১২ অক্টোবর ২০১৫, দিরাই, সুনামগঞ্জ : সুনামগঞ্জের বিশ্বম্ভপুর উপজেরার সলুকাবাদ ইউনিয়নের ্েকটি গ্রামের ঘুমন্ত অবস্থায় ঘর থেকে তুলে নিয়ে এক মাদ্রাসা ছাত্রীকে ধর্ষণ করা হয়েছে। শনিবার দিবাগত রাত কোন এসময় এ ঘটনা ঘটে।এ ঘটনায় ছাত্রীটির পিতা ধর্ষক রুবেল মিয়া (২২) জহিরুল ইসলাম (২২), আনোয়ার (১৯) কে আসামী করে মামলা দায়ের করেছেন।
মামলা সুত্রে জানা যায়, সলুকাবাদ ইউনিয়নের একটি গ্রামের দিনমজুরের ৯ বছরের শিশুকন্যা ও স্থানীয় মাদ্রাসা ছাত্রীকে রাত অনুমান ১২ টার দিকে কাপনা গ্রামের হেলাল উদ্দিনের বখাটে ছেলে রুবেল মিয়া, জয়নাল মিয়ার বখাটে ছেলে জহিরুল ইসলাম ও গিয়াস উদ্দিনের বখাটে ছেলে আনোয়ার মিলে মেয়েটির ঘরে প্রবেশ করে। এ সময় শিশুটির মুখ বেঁধে ঘর থেকে তুলে নিয়ে যায়। পরে বাড়ির দক্ষিণে শিম ক্ষতে নিয়ে জহিরুল ও আনোয়ারের সহযোগিতায় শিশুকন্যাটিকে ধর্ষন করে বখাটে রুবেল। পরে মেয়ে ঘরে না দেখে খোজা খোজির এক পর্যায়ে রাত সাড়ে তিনটার দিকে উদ্ধার করা হয়। তবে বখাটেরা পালিয়ে যায়। সকালে খবর পেয়ে পুরিশ নির্যাতিতাকে উদ্ধার করে ডাক্তারী পরীক্ষার জন্য পাঠায় এবং গ্রামবাসীর সহযোগিতায় বখাটে রুবেলকে গ্রেফতার করা হয়।