খোলা বাজার২৪ ॥ সোমবার, ১২ অক্টোবর ২০১৫ : পিঠের ইনজুরির কারণে আসন্ন অস্ট্রেলিয়া সিরিজে টেস্ট দলে নেই নিউজিল্যান্ডের তারকা ক্রিকেটার কোরি অ্যান্ডারসন। তিন ম্যাচ সিরিজের টেস্ট দলে এই অলরাউন্ডারের পরিবর্তে মাঠে দেখা যেতে পারে অভিষেকের অপেক্ষায় থাকা মিচেল সান্টনারকে। আগামী মাসের প্রথম দিকেই ব্রিসেবেনে অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম টেস্টে মুখোমুখি হবে কিউইরা।
চলতি বছরের জুনে ইংল্যান্ড সফর থেকেও একই সমস্যার কারণে ছিটকে পড়েছিলেন অ্যান্ডারসন। পিঠের এই সমস্যার কারণেই দক্ষিণ আফ্রিকা সফরে সীমিত ওভারের ম্যাচেও খেলার সুযোগ হয়নি এই অলরাউন্ডারের। তবে অস্ট্রেলিয়ার বিপক্ষে তার নাম অন্তর্ভূক্ত করা হলেও পুরো সুস্থ না হওয়া পর্যন্ত তাকে বিবেচেনা করতে পারছে না নির্বাচকরা।
এ প্রসঙ্গে নিউজিল্যান্ড দলের নির্বাচক গ্যাভিন লারছেন বলেন, ‘আমাদের প্রত্যাশা অনুযায়ী কোরি সেরে উঠতে পারেনি। আমরা তাকে নির্বাচন করতে পারছি না। আমরা বলে আসছিলাম দেশ ছাড়ার আগে আমাদের সঙ্গে তার দলে যোগ দেওয়ার সুযোগ রয়েছে। আমরা এখন নিশ্চিত করে বলতে চাই সে প্রস্তুত নয়। পুরো সুস্থ হয়ে উঠতে থাকা তার জন্য অধিকতর ভালো হতে পারে।’
৫ নভেম্বর গ্যাবায় অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম টেস্ট খেলবে নিউজিল্যান্ড। ১৩ নভেম্বর দ্বিতীয় টেস্টে মুখোমুখি হবে অসি-কিউইরা। আর অ্যাডিলেইড ওভালে গোলাপী বল দিয়ে দিবা-রাত্রির টেস্ট ম্যাচটি খেলা হবে ২৭ নভেম্বর।