খোলা বাজার২৪ ॥ সোমবার, ১২ অক্টোবর ২০১৫ : সনিয়া-হার্জেগোভিনার কাছে ২-০ গোলে হেরেও ইউরো ২০১৬ টুর্নামেন্টের মূল পর্ব নিশ্চিত হয়েছে ওয়েলসের। অ্যান্ডোরাকে হারিয়ে ‘বি’ গ্রুপের শীর্ষ দল হিসেবে ফ্রান্সে যাওয়াটা নিশ্চিত হয়েছে বেলজিয়ামেরও। ৫৭ বছরের মধ্যে এই প্রথম কোনো বড় টুর্নামেন্টের চূড়ান্ত পর্বে উঠল ওয়েলস। এর আগে ১৯৫৮ সালের বিশ্বকাপে খেলেছিল তারা।
রিয়াল মাদ্রিদের তারকা গ্যারেথ বেলের নেতৃত্বাধীন ওয়েলসের ফ্রান্স টিকিট নিশ্চিত করতে হলে এক পয়েন্টের প্রয়োজন ছিল। কিন্তু ম্যাচে হারলেও অন্যদিকে সাইপ্রাসের বিপে ইসরাইল হারায় গ্রুপ ‘বি’তে দ্বিতীয় অবস্থানে রইল ওয়েলস। পাশাপাশি বসনিয়া জিতে তৃতীয় অবস্থান নিশ্চিত করেছে। ফলে ইউরোর আশা টিকে রইল ২০১৫ বিশ্বকাপ খেলা দল বসনিয়ার। ১৯৫৮ সালে ওয়েলস সবশেষ খেলেছিল ইউরোপের মর্যাদাকর টুর্নামেন্ট ইউরোতে। এরপর দেখতে দেখতে ৫৭টি বছর পেরিয়ে গেছে। ফুটবলের কয়েক প্রজন্ম অবসর নিয়েছে।
কত কোচের তীক্ষè চোখ ঘোলাটে হয়েছে। কিন্তু ইউরোতে খেলার স্বপ্নকে বাস্তবে রূপ দিতে পারেনি ওয়েলস। অবশেষে ফুরিয়েছে সেই অচলাবস্থা। হারের পরও ওয়েলসে বইছে উৎসবের বন্যা। কার্ডিফে ওয়েলসের লোকজন করেছে অলমাইটি পার্টি। আর খেলোয়াড়, কোচ, কর্মকর্তারা হেরেও বিজয় উদযাপন করেছে বসনিয়ার মাঠে। তাদের উল্লাস যেন বাধা মানতে চাইছে না।
ওয়েলসের কোচ ক্রিস কোলম্যান বলেন, আমি এমনটি কেবল একজন খেলোয়াড় কিংবা কোচ হিসেবে নয়, একজন ভক্ত হিসেবে, একজন বেড়ে ওঠা শিশু হিসেবেও ছোটবেলায় চেয়েছিলাম। আমি আসলে বোঝাতে পারব না এটার অনুভূতি কেমন। তবে এখানকার পরিবেশ দেখে হয়তো আপনারা কিছুটা অনুমান করতে পারবেন। এটা আসলে অনেক দিনের লালিত স্বপ্ন ছিল। যেটা বাস্তবে রূপ নিল। আমার প্রজন্মের সকল খেলোয়াড়, তার আগের প্রজন্ম- কেউ ইউরোতে খেলতে পারেনি। কাছাকাছি গিয়েও খেলা হয়নি।
খুবই কঠিন ছিল। তবে এই দলটি সেই অসাধ্যকে সাধন করেছে।’ দেশটির তারকা ফুটবলার গ্যারেথ বেল বলেন, এটা আমার জীবনের সেরা পরাজয়!’ তিনি আরও বলেন, আমি যখন ছোটো ছিলাম তখন একটা বড় টুর্নামেন্টে খেলার স্বপ্ন দেখতাম। এখন এটা এখানেই শেষ হবে না; ফ্রান্সেও আমাদের অনেক কিছু করার আছে। ওয়েলসের হেরে যাওয়ায় গ্রুপের শীর্ষে উঠে আসে অ্যান্ডোরাকে ৪-১ গোলে হারানো বেলজিয়াম। সেই সঙ্গে ফ্রান্সের টিকিটও নিশ্চিত হয়েছে বেলজিয়ামের। এদিকে অপরাজিত থেকে ইউরোর চূড়ান্ত পর্ব নিশ্চিত করেছে ইতালি। মূল পর্বের টিকিট পেয়েছে ধুঁকতে থাকা নেদারল্যান্ডসও।