খোলা বাজার২৪ ॥ সোমবার, ১২ অক্টোবর ২০১৫ : রেকর্ড ডেটের কারণে ফারইস্ট ফিন্যান্স অ্যান্ড ইনভেস্টমেন্ট লিমিটেডের লেনদেন বন্ধ আজ।
ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।
প্রসঙ্গত, এই কোম্পানি গত ৮ অক্টোবর স্পট মার্কেটে লেনদেন শুরু করে। আর গতকাল ১১ অক্টোবর স্পট মার্কেটে কোম্পানিটির লেনদেন শেষ করে।
এছাড়া কোম্পানিটি ৩১ ডিসেম্বর ২০১৪ সমাপ্ত বছরে শেয়ারহোল্ডারদের জন্য সাড়ে ১২ শতাংশ লভ্যাংশ ঘোষণা করেছে। এর মধ্যে ১০ শতাংশ নগদ এবং আড়াই শতাংশ বোনাস।
আলোচিত বছরে এই কোম্পানির শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ১ টাকা ৯৩ পয়সা। আর শেয়ার প্রতি সম্পদ মূল্য (এনএভি) হয়েছে ১৩ টাকা।