খোলা বাজার২৪ ॥ সোমবার, ১২ অক্টোবর ২০১৫ : আগামী ২৯ অক্টোবর জলন্ধরে দীর্ঘদিনের প্রেমিকা বলিউড অভিনেত্রী গীতা বসরাকে বিয়ে করতে যাচ্ছেন ভারতীয় ক্রিকেট দলের সেরা অফস্পিনার হরভজন সিং।
আর নিজের বিয়ে উপলক্ষে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র সিং মোদীকে বিয়ের আমন্ত্রণ জানাতে শনিবার ৭ রেসকোর্স রোডে মোদীর বাসভবনে উপস্থিত হলেন হরভজন। এসময় বিয়ের রাজকীয় কার্ড নিয়ে নরেদ্র মোদীর সাথে হাত মেলান তিনি।
হরভজনের এক ঘনিষ্ট বন্ধু জানান, হরভজন তার বিয়েতে অনেক মানুষকে আমন্ত্রণ করছেন না। কাছের মানুষরাই থাকবেন বিয়ের অনুষ্ঠানে। আমন্ত্রণ জানানো হয়েছে ভারত জাতীয় দলের সাবেক ও বর্তমান অনেক খেলোয়াড়দেরকে। নয়া দিল্লিতেই হবে রিসেপশন।
২০১৫ সালের অন্যতম বড় সেলিব্রেটি বিয়ে হতে যাচ্ছে এটি। জলন্ধর-ফাগওয়ারা সড়কের হোটেল কাবানাতে হবে বিয়ের অনুষ্ঠান। হোটেল বুকিং দেয়া হয়েছে আগেই। তবে হোটেল কর্তৃপক্ষকে এব্যাপারে গোপনীয়তা বজায় রাখতে বলা হয়েছে।
উল্লেখ্য, কিছুদিন আগে হরভজন-গীতার বিয়ের রাজকীয় আমন্ত্রণ কার্ড প্রকাশ পায়। লাল-সোনালী কার্ডে পাত্র-পাত্রীর সই খোদাই করা। সবাইকে মুগ্ধ করেছিল কার্ডটি। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সাথে দেখা করার সময় হরভজনের হাতেই ছিল কার্ডটি।
আমন্ত্রণ তো দেয়া হয়ে গেল। এখন দেখার বিষয় প্রধানমন্ত্রী এই বিয়েতে উপস্থিত থাকেন কি না। নাকি সুরেশ রায়নার বিয়েতে যেমন শুভ কামনা পাঠিয়েছিলেন, তেমনটিই করেন।