খোলা বাজার২৪ ॥ সোমবার, ১২ অক্টোবর ২০১৫ : ফান্ড খাতের এনএলআই ফার্স্ট মিউচ্যুয়াল ফান্ড প্রথম প্রান্তিকে ইউনিট প্রতি আয় (ইপিইউ) করেছে ৯১ পয়সা।
ফান্ডটির প্রথম প্রান্তিকের (জুলাই, ১৫- সেপ্টেম্বর, ১৫) অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদনে এ তথ্য বেরিয়ে আসে।
ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে জানা যায়, আগের বছরের একই সময়ে ফান্ডটির ইউনিট প্রতি আয় (ইপিইউ) ছিল ৫৩ পয়সা। সে হিসেবে ফান্ডটির আয় বেড়েছে ৭১ দশমিক ৭০ শতাংশ।
প্রসঙ্গত, ‘এ ‘ ক্যাটাগরির ফান্ডটি ২০১২ সালে পুঁজিবাজারে তালিকাভুক্ত হয়।