খোলা বাজার২৪ ॥ সোমবার, ১২ অক্টোবর ২০১৫ :পূবালী ব্যাংক ট্রেনিং ইনস্টিটিউটের (পিবিটিআই) পৃষ্ঠপোষকতায় শীর্ষক একটি প্রশিক্ষণ কর্মসূচী সম্প্রতি শুরু হয়েছে। উক্ত কর্মসূচীর উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পূবালী ব্যাংক লিমিটেড এর ব্যবস্থাপনা পরিচালক মোঃ আব্দুল হালিম চৌধুরী। সভাপতিত্ব করেন পূবালী ব্যাংক ট্রেনিং ইনস্টিটিউটের প্রিন্সিপাল নিরঞ্জন চন্দ্র গোপ। অনুষ্ঠানে উপ-মহাব্যবস্থাপক ও পিবিটিআই’র ফ্যাকাল্টি মেম্বার মামুন বখ্ত উপস্থিত ছিলেন।
পূবালী ব্যাংক লিমিটেড এর ব্যবস্থাপনা পরিচালক মোঃ আব্দুল হালিম চৌধুরী ব্যাংকের মিশন ও ভিশন বাস্তবায়নের লক্ষ্যে উৎসাহ-উদ্দীপনা নিয়ে কাজ করার জন্য কর্মকর্তাদের প্রতি আহ্বান জানান। তিনি ব্যাংকের মুনাফা ও সক্ষমতা অর্জনের জন্য চ্যালেঞ্জ গ্রহণের কথা পুনর্ব্যক্ত করেন। ব্যাংকের অর্থ যথাযথভাবে বিনিয়োগ, শ্রেণীকৃত ঋণ কমানো, অপকর্ম প্রতিরোধ এবং সবধরণের অব্যবস্থাপনা দূরীকরণে সর্বাতক প্রচেষ্টা গ্রহণের জন্য সবাইকে তিনি দিক-নির্দেশনা প্রদান করেন। কর্মক্ষেত্রে সততা ও নিষ্ঠার সাথে দায়িত্ব পালনের জন্য তিনি কর্মকর্তাদের প্রতি আহ্বান জানান।